কলকাতা, 30 জানুয়ারি: সুপার কাপ জয়ের রেশ এখনও রয়েছে ইস্টবেঙ্গল ফুটবলার থেকে সমর্থক সবার মধ্যে ৷ সেই রেশ কাটার আগেই বোরহা হেরেরাকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল এফসি ৷ স্প্যানিশ মিডফিল্ডার লোনে এফসি গোয়াতে যোগ দিচ্ছেন ৷ সোমবার ইস্টবেঙ্গল সুপার কাপ নিয়ে কলকাতায় ফিরলেও, বোরহা হেরেরা ফেরেননি ৷ ইস্টবেঙ্গল স্প্যানিশ মিডফিল্ডার ছড়ে দিয়ে ভিক্টর ভাস্কোয়েসকে দলে নিচ্ছে বলে খবর ৷ অ্যাটাকিং মিডফিল্ডার টরেন্টো এফসি থেকে ইস্টবেঙ্গলে আসছেন ৷
37 বছর বয়সী মিডফিল্ডার বার্সেলোনা সি ও বি দলের হয়ে দু’দফায় খেলেছেন ৷ একইভাবে টরেন্টো এফসিতেও দু’দফায় খেলেছেন ভিক্টর ভাস্কোয়েস ৷ 2005 সালে এক বছরের জন্য বার্সেলোনা সি দলের হয়ে 29 ম্যাচ খেলেছিলেন ৷ সেখানে সাতটি গোল রয়েছে তাঁর ৷ 2006-11 সাল পর্যন্ত বার্সেলোনা বি দলের হয়ে 118 ম্যাচে 12টি গোল করেছিলেন ৷ অবশ্য মাঝে বার্সেলোনার প্রধান দলেও 2008-10 সাল পর্যন্ত ছিলেন সেখানে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন ৷
এছাড়াও ক্লাব ব্রুজ, ক্রুজ আজুল, টরেন্টো এফসি, আল আরাবি, উম সালাল, উপেন, লা গ্যালেক্সিতেও খেলেছেন ৷ বার্সেলোনার যুব দলে কাজ করার সময় কার্লেস কুয়াদ্রাতের অধীনেও খেলেছিলেন ৷ পুরনো পরিচিতির কারণেই ভিক্টর ভাস্কোয়েস লাল-হলুদে আসতে চলেছেন বলে খবর ৷ তবে, চলতি মরশুমের শুরু থেকে ভালো খেলা সত্ত্বেও, কেন বোরহা হেরেরাকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল ! সেই নিয়ে প্রশ্ন উঠছে ৷ জানা গিয়েছে, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার রাতেই বোরহা হেরেরাকে প্রস্তাব দেয় এফসি গোয়া ৷ মানলো দিয়াজ এফসি গোয়ার কোচ হিসেবে যোগ দিয়েছেন ৷ তার পরেই তিনি বোরহাকে নেওয়ার জন্য তৎপর হন ৷