ভুবনেশ্বর, 28 জানুয়ারি: সুপার কাপ ফাইনালে সুপার ক্লাইম্যাক্স । দু'দুটো লাল কার্ড । দু'দুটো পেনাল্টি । দু'টো বল পোস্টে লেগে প্রতিহত হওয়া । সব মিলিয়ে সুপার কাপ জয়ের কলিঙ্গ যুদ্ধ জমজমাট । শেষ পর্যন্ত বাজিমাত ইস্টবেঙ্গলের । নির্ধারিত সময়ের শেষ মিনিটের ভুলে জয় পেতে আধঘণ্টা অপেক্ষা করতে হল লাল-হলুদকে । 2-2 গোলে নির্ধারিত সময় শেষ হওয়ার পরে অতিরিক্ত সময়ে ক্যাপ্টেন্স স্ট্রাইক ক্লেইটন সিলভার । 110 মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পা থেকেই এল জয়ের গোল ।
এক যুগ পরে সর্বভারতীয় মঞ্চে পোডিয়াম ফিনিশ ইস্টবেঙ্গল এফসির । কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসিকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা । ইস্টবেঙ্গলের গোল নন্দকুমার, সাউল ক্রেসপো, ক্লেইটন সিলভার । ওড়িশা এফসির গোল দিয়াগো মৌরিসিও, আহমেদ জাহুর । উৎকলভূমে মাটিতে ওড়িশা এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়ে জয় ৷ যা কার্যত সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের সমান । সেই কাজটাই রবিবাসরীয় কলিঙ্গ স্টেডিয়ামে করলেন ক্লেইটন সিলভা, বোরহা হেরেরারা । ক্যাপির 113 মিনিটের গোলে এক যুগ পরে সর্বভারতীয় মঞ্চে পোডিয়াম ফিনিশ ইস্টবেঙ্গল এফসির ।
আইএসএলের মঞ্চে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি মানেই গোলের উৎসব । কিন্তু চলতি মরশুমে ছবিটা বদলেছে । আইএসএলে প্রথম সাক্ষাতে দুই দলের লড়াই গোলশূন্যভাবে শেষ । সুপার কাপ ফাইনালে তাই লড়াইটা ছিল দুই স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত এবং সের্জিও লোবেরোর ফুটবল বুদ্ধির দ্বৈরথ । সেখানেই টেক্কা লাল-হলুদ হেডস্যরের ।