কলকাতা, 8 নভেম্বর: চ্যালেঞ্জ লিগের সাফল্য অতীত। ফের আইএসএলের রুক্ষ মাটিতে ইস্টবেঙ্গল। রুক্ষ কারণ, প্রথম ছ'ম্য়াচের সবক'টিতেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে লাল-হলুদ ৷ সবমিলিয়ে শনির মিনি ডার্বিতে শূন্য থেকে শুরু করতে হবে অস্কার ব্রুজোঁর দলকে। তবে বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়েই শনিবার ডার্বি জয়ের অঙ্ক কষছেন লাল-হলুদের নয়া কোচ। শুক্রবার নন্দকুমারকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে লাল-হলুদ কোচ জানালেন, এএফসি'র সাফল্য দলের মানসিকতায় বদল এনেছে। তবে আইএসএল সম্পূর্ণ আলাদা।
প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং চার ম্যাচ হেরে বারো নম্বরে দাঁড়িয়ে। তাই শনিবারের সন্ধ্যায় যুবভারতীতে দুই 'লাস্ট বয়ের দ্বৈরথ'। এই ম্যাচের আকর্ষণ এতটাই তলানিতে যে টিকিটের চাহিদা কার্যত শূন্য। লাল-হলুদ সাজঘরে অবশ্য পরিস্থিতি বদলের ডাক। সমর্থকদের মাঠে আসার আমন্ত্রণ কোচ অস্কার জানালেন বটে, তবে তাঁর ভাবনায় শুধুই সাদা-কালো। প্রতিপক্ষ সম্পর্কে সমীহ ঝরে পড়ল অস্কার ব্রুজোঁর গলায়। সাংবাদিক সম্মেলনে স্প্য়ানিয়ার্ড বলেন, "দল হিসেবে মহমেডান স্পোর্টিং যথেষ্ট ভালো। কলকাতা লিগে লড়াই হয়েছিল। আইএসএলে ওদের শুরুটা যথেষ্ট আশাব্যঞ্জক। দলে কাশিমভ, ফ্রাঙ্কা, অ্যালেক্সিসের মত ফুটবলার রয়েছে। ভারতীয়রাও যথেষ্ট প্রতিশ্রুতিমান। ওদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য রাখতে হবে। দায়িত্ববোধ দেখাতে হবে।"