কলকাতা, 23 জানুয়ারি: "আমাদের দলের হাসপাতালের অবস্থা একটু করে ভালো হচ্ছে।" কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগেরদিন মার্ক জোথানপুইয়াকে পাশে নিয়ে মুচকি হেসে জানালেন অস্কার ব্রুজোঁ। যদিও শুক্রবার ম্যাচের আগেরদিন ইস্টবেঙ্গল কোচের এই কথা মোটেই আশাব্যঞ্জক নয়, বরং অসহায়তার ছবি ফুটিয়ে তোলে। সউল ক্রেসপো চোটের জন্য কেরালা ম্যাচেও নামবেন না। হেক্টর ইউস্তের চোট সারলেও মাঠে নামার মত পরিস্থিতি নেই। আনোয়ার আলির ফিরতে আরও দিন পনেরো। নেই প্রভাত লাকরা, মহম্মদ রাকিপও।
প্রথম একাদশের অর্ধেকের বেশি ফুটবলার চোটে গ্যালারিতে বসে থাকলে যে কোনও কোচের পক্ষেই দল নামানো কঠিন হয়। অস্কার ব্রুজোঁ ব্যতিক্রম নন। তার উপর দলের বেশ কয়েকজন ফুটবলার (মার্ক জোথানপুইয়া, মহেশ নওরেম সিং) ভুল পজিশনে খেলে এসেছেন। নতুন ভূমিকায় ব্যবহার করে সংশ্লিষ্ট ফুটবলারদের খেলায় নতুন একটা দিক খোলার চেষ্টা করছেন অস্কার। চোট-আঘাত এবং কার্ড সমস্যায় স্প্যানিশ ভদ্রলোকের অবস্থা এতটাই সঙ্গীন যে চারজনের ডিফেন্স কাঠামো প্রত্যেক ম্যাচে বদলাতে হচ্ছে। যা কোনও দলের পক্ষেই স্বস্তিদায়ক নয়। গোয়ার বিরুদ্ধে নন্দকুমার শেকরকে রাইট-ব্যাকে খেলিয়েছিলেন। কিন্তু কার্ড সমস্যায় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তিনি নেই। ডার্বিতে হলুদ কার্ড দেখে ছিটকে যাওয়া সৌভিক চক্রবর্তী ফিরছেন। ফলে রাইট-ব্যাক সমস্যা মেটাতে জিকসন সিংকে খেলানোর পরিকল্পনা অস্কারের।