কলকাতা, 9 ফেব্রুয়ারি:এএফসি চ্যালেঞ্জ লিগে সাফল্য কতটা লম্বা হবে জানা নেই ৷ তবে আইএসএলে আরও একটা ব্যর্থ মরশুম শেষ করার পথে ইস্টবেঙ্গল ৷ তুলনামূলক শক্তিশালী দল গড়েও গত চারবারের পুনরাবৃত্তি লাল-হলুদের পারফরম্যান্সে ৷ 2024-25 মরশুমে প্লে-অফে জায়গা করে নেওয়ার ক্ষীণ আশাটুকুও শেষ হয়েছে শনিবার চেন্নাইয়িন এফসি'র কাছে হেরে ৷ ঘরের মাঠে 0-3 গোলে জঘন্য হারের দিনে আইএসএলে লজ্জার একটি নজিরেও নাম লেখাল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব ৷ ইন্ডিয়ান সুপার লিগের একটি মরশুমে সর্বাধিক লাল কার্ড দেখল লাল-হলুদ ৷
শনিবার চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচের সংযুক্তি সময়ে লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গল সেন্টার-ব্য়াক লালচুংনুঙ্গা ৷ বিপক্ষের উইঙ্গার ইরফান ইয়াডওয়াড়কে ফাউল করলে প্রথমে হলুদ কার্ড দেখেন রক্ষণভাগের ওই ফুটবলার ৷ এরপর আহত ইরফানকে উদ্দেশ্য করে কিছু বললে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লালচুংনুঙ্গাকে মার্চিং অর্ডার দেখাতে কার্পণ্য করেননি ৷ সেইসঙ্গে চলতি মরশুমে অষ্টমবার লাল কার্ডটি দেখে ফেলে লাল-হলুদ ৷ যা একটি আইএসএল মরশুমে কোনও দলের নিরিখে সর্বাধিক ৷