পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'আমার দল মানসিকভাবে আনফিট', বড় ম্য়াচ হেরে হতাশ লাল-হলুদ শীর্ষকর্তা - ISL 2024 25

মানসিক ক্লান্তিতে ভুগছে দল ৷ যত তাড়াতাড়ি এটা থেকে বেরনো যাবে তত ভালো ৷ বড় ম্য়াচ হেরে জানালেন দেবব্রত সরকার ৷

ISL KOLKATA DERBY
শুভাশিসের সঙ্গে বলের লড়াইয়ে ক্রেসপো (EAST BENGAL TWITTER)

By ETV Bharat Sports Team

Published : Oct 19, 2024, 10:57 PM IST

কলকাতা, 19 অক্টোবর: মরশুম শুরুর আগে দলবদলে ঝড় তুলেও আইএসএলের প্রথম পাঁচ ম্য়াচে হার ৷ বড় ম্য়াচ হারের ধাক্কায় হতাশ ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এদিন মাঠে ছেড়ে বেরনোর আগে জানিয়ে গেলেন, তাঁর দল সবচেয়ে বেশি আনফিট মানসিকভাবে ৷ সেইসঙ্গে প্রশ্নের উত্তরে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় বাতলে দিতে বললেন সাংবাদিকদেরই ৷

দেবব্রত সরকারের বক্তব্য (ETV Bharat)

এদিন যুবভারতী থেকে বেরনোর আগে সাংবাদিকদের দেবব্রত সরকারের ওরফে ময়দানের নীতু দা বলেন, "আমার টিম মানসিকভাবে সবচেয়ে বেশি আনফিট ৷ নতুন কোচ এই অবস্থা থেকে দলকে যত তাড়াতাড়ি বের করতে পারবেন তত ভালো ৷ মানসিকভাবে ফিট থাকাটা ভীষণ দরকার ৷"এদিনের পরাজয়ের ফলে এসিএল টু যোগ্যতা-অর্জন, ডুরান্ড কাপ, আইএসএল মিলিয়ে টানা সাত ম্যাচে হারল ইস্টবেঙ্গল ৷ যা ক্লাবের শতবর্ষেরও অধিক সময়ের ইতিহাসে নেই ৷

এ ব্যাপারে নীতু সরকার মোহনবাগানের বিরুদ্ধে তাঁদের 17 ম্য়াচ অপরাজিত থাকার রেকর্ডের কথা স্মরণ করালেও বললেন, "এটা ফুটবল, এটা গেম ৷ এখানে এমনটা হতেই পারে ৷ তবে যত তাড়াতাড়ি সম্ভব এটা থেকে বেরোতে হবে ৷" কিন্তু ফুটবলারদের মানসিক ক্লান্তি বা আনফিট ঠিক কোথায়? এমন প্রশ্ন ধেয়ে এলে কার্যত নিরুত্তর রইলেন লাল-হলুদের কর্তা ৷ তিনি বলেন, "দেশের হয়ে খেলে যাঁরা সুনাম কুড়িয়েছে তাঁদেরকেই তো দলে নেওয়া হয়েছে ৷ তাঁরা যদি ফিট হতে এত সময় নেয়...আমি জানি না ৷"

ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসবেন কি না, এমন প্রশ্নের উত্তরে দাপুটে ইস্টবেঙ্গল কর্তা অবশ্য জানালেন, সিস্টেমের বদল হয়েছে ৷ আগেকার দিনের মত ফুটবলারদের সঙ্গে বসে সবকিছু ঠিক করে নেওয়ার দিন গিয়েছে বলে জানালেন দেবব্রত সরকার ৷ তবে প্রয়োজনে কোচকে মনোবিদ দেওয়ার কথা গাড়িতে ওঠার আগে শুনিয়ে গেলেন তিনি ৷

দুই অর্ধে এদিন দুই অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোসের গোলে ডার্বিতে ইস্টবেঙ্গলকে 2-0 গোলে হারায় মোহনবাগান ৷ এই জয়ে আইএসএলে লাল-হলুদের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল সবুজ-মেরুন ৷ আইএসএলে ন'বারের সাক্ষাতে এই নিয়ে অষ্টম জয় তুলে নিল গোষ্ঠ পাল সরণির ক্লাব ৷ ড্র একটি ম্য়াচ ৷

ABOUT THE AUTHOR

...view details