কলকাতা, 12 জানুয়ারি: প্রথমবার পরোক্ষে রেফারিং নিয়ে সমালোচনার পথে হাঁটলেন অস্কার ব্রুঁজো । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ বললেন, ‘‘শুরুতেই ডিফেন্ডারদের মারাত্মক ভুলে গোল হজম করতে হয়েছে । তারপর পুরো দল পরিকল্পনা মতো খেললেও রেফারিংয়ের ভুলে ভুগতে হয়েছে । সৌভিক চক্রবর্তীর দ্বিতীয় হলুদ কার্ডটি সঠিক সিদ্ধান্ত । কিন্তু প্রথম হলুদ কার্ডটি মোটেই হলুদ কার্ড যোগ্য অপরাধ ছিল না ।’’
শুধু এই একবার নয়, আশিস রাইয়ের করা ফাউল অপরাধ কার্ড যোগ্য ছিল মনে করেন । তা যদি হত তাহলে মোহনবাগান সুপার জায়ান্টকেও অনেকটা সময় দশ জনে খেলতে হত বলে দাবি করেছেন অস্কার । গোলের সময় ডিফেন্ডারদের বিরাট ভুলের কথা মেনে নিলেও দলের খেলার প্রশংসা করেছেন লাল-হলুদ হেডস্যার । স্প্যানিশ মায়েস্ত্রো বলেছেন, “রক্ষণ নিয়ে একেবারেই খুশি নই । ব্যক্তিগত ভুলের কারণে গোল হজম করলাম । আমরা সেট-পিস থেকেও সুযোগ কাজে লাগাতে পারিনি । তবে দশ জনে মিলেও ফুটবলাররা যে লড়াই চালিয়ে গিয়েছে, তাতে খুশি ।” বিশেষ করে দশ জনে হয়ে যাওয়ার পরেও যেভাবে প্রতিপক্ষকে রুখে দিয়েছে তার প্রশংসা করেছেন । ওই সময় দু’দলই একটি করে গোলের সুযোগ পেয়েছিল বলে জানিয়েছেন । তবে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে অস্কার ব্রুঁজোর আক্ষেপ পেনাল্টি না-পাওয়া নিয়ে । ইস্টবেঙ্গল হেডস্যরের দাবি, “অন্তত দু’টি পেনাল্টি দেওয়া হয়নি । আইএসএলে রেফারিং নিয়ে হতাশ ৷”