পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হীরাকে ছাড়াই জামশেদপুরে ইস্টবেঙ্গল, শীঘ্রই নতুন কোচ লাল-হলুদে - ISL 2024 25 - ISL 2024 25

EAST BENGAL vs JAMSHEDPUR FC: আইএসএলের চতুর্থ ম্য়াচ খেলতে জামশেদপুরে উড়ে গেল ইস্টবেঙ্গল ৷ যদিও দলের সঙ্গে গেলেন না একাধিক ফুটবলার ৷ কোচ নিয়েই বা কী আপডেট লাল-হলুদ শিবিরে ?

EAST BENGAL
জামশেদপুরে উড়ে গেল ইস্টবেঙ্গল (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Oct 3, 2024, 6:37 PM IST

কলকাতা, 3 অক্টোবর: অন্তর্বর্তী কোচ বিনো জর্জের অধীনে দলের খেলা দেখতে মুখিয়ে অনুরাগীরা ৷ টালমাটাল পরিস্থিতিতে শনিবার জামশেদপুর এফসি'র বিরুদ্ধে ফুটবলাররাও নিজেদের নিংড়ে দিতে মরিয়া ৷ সেই ম্য়াচ খেলতে বৃহস্পতিবার ইস্পাতনগরীতে উড়ে গেল লাল-হলুদ ৷ গত কয়েকদিন চোটের কারণে অনুশীলন না-করা দিমিত্রিয়স দিয়ামানতাকোস এবং মহম্মদ রাকিপ চোটের জন্য এই ম্যাচে নেই। না-পাওয়ার তালিকায় নবতম সংযোজন হীরা মণ্ডল। অন্যরা যখন জামশেদপুরগামী বাসের দিকে, তখন কিছুটা খোঁড়াতে খোঁড়াতে বাড়ির পথে বাঙালি সাইডব্যাক।

দেবব্রত সরকারের বক্তব্য (ETV Bharat)

জামশেদপুর উড়ে যাওয়ার আগে ঘরের মাঠে শেষ অনুশীলনে ফিটনেস বাড়ানোর পাশাপাশি দলের বোঝাপড়ায় জোর দিলেন বিনো জর্জ। রক্ষণ জমাট করে আক্রমণে যাওয়াই ছক অন্তর্বর্তী কোচের। দেশি-বিদেশি সকল ফুটবলারদের মধ্যেই প্রত্যাবর্তনের মরিয়া মনোভাব। তবে কোচ বিনো জর্জ শহর ছাড়ার আগে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, "ফুটবলাররা পেশাদার। দেশের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। তারাও তাই পরিস্থিতি বুঝে ফিরে আসার জন্য মরিয়া হবেন, সেটাই আশা।"

একইসঙ্গে তিনি যোগ করেছেন, "হাল ফেরাতে হয় ফুটবলারদেরই। কোচ-কর্তারা পাশে থেকে সমর্থন করতে পারে মাত্র। নতুন কোচের ব্যাপারে কোথায় কী বেরোচ্ছে জানি না। কারা বলছে তা জানি না। তবে আমরা শীঘ্রই নতুন কোচ বেছে নেব, এটুকু বলতে পারি। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আগেও পড়েছি আবার বেরিয়েও এসেছি। না-হলে একশ বছর পার করলাম কীভাবে।"

বৃহস্পতিবার অনুশীলন শেষের পর দেবব্রত সরকার আরও জানান, কার্লেস কুয়াদ্রাত হঠাৎ করে দায়িত্ব ছেড়ে চলে যাবেন এব্যাপারে ইস্টবেঙ্গল মোটেই প্রস্তুত ছিল না। পুরো ঘটনাটাই দুর্ভাগ্যজনক। আশা করা হচ্ছে দ্রুত নতুন কোচ বেছে নেওয়ার কাজটা সম্পন্ন হবে। উল্লেখ্য, আইএসএলে প্রথম তিন ম্যাচ হারের পর লাল-হলুদ কোচের দায়িত্ব ছেড়েছেন স্প্য়ানিয়ার্ড ৷ পরিবর্ত হিসেবে দৌড়ে রয়েছে অস্কার ব্রুজো, ইভান ভুকোমানোভিচের মত নাম ৷

ABOUT THE AUTHOR

...view details