কলকাতা, 3 অক্টোবর: অন্তর্বর্তী কোচ বিনো জর্জের অধীনে দলের খেলা দেখতে মুখিয়ে অনুরাগীরা ৷ টালমাটাল পরিস্থিতিতে শনিবার জামশেদপুর এফসি'র বিরুদ্ধে ফুটবলাররাও নিজেদের নিংড়ে দিতে মরিয়া ৷ সেই ম্য়াচ খেলতে বৃহস্পতিবার ইস্পাতনগরীতে উড়ে গেল লাল-হলুদ ৷ গত কয়েকদিন চোটের কারণে অনুশীলন না-করা দিমিত্রিয়স দিয়ামানতাকোস এবং মহম্মদ রাকিপ চোটের জন্য এই ম্যাচে নেই। না-পাওয়ার তালিকায় নবতম সংযোজন হীরা মণ্ডল। অন্যরা যখন জামশেদপুরগামী বাসের দিকে, তখন কিছুটা খোঁড়াতে খোঁড়াতে বাড়ির পথে বাঙালি সাইডব্যাক।
জামশেদপুর উড়ে যাওয়ার আগে ঘরের মাঠে শেষ অনুশীলনে ফিটনেস বাড়ানোর পাশাপাশি দলের বোঝাপড়ায় জোর দিলেন বিনো জর্জ। রক্ষণ জমাট করে আক্রমণে যাওয়াই ছক অন্তর্বর্তী কোচের। দেশি-বিদেশি সকল ফুটবলারদের মধ্যেই প্রত্যাবর্তনের মরিয়া মনোভাব। তবে কোচ বিনো জর্জ শহর ছাড়ার আগে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, "ফুটবলাররা পেশাদার। দেশের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। তারাও তাই পরিস্থিতি বুঝে ফিরে আসার জন্য মরিয়া হবেন, সেটাই আশা।"