পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিষ্ণুকে জাতীয় দলে দেখতে চান অস্কার, কথা বলেছেন মানোলোর সঙ্গে - PV VISHNU

দলের তরুণ উইঙ্গার বিষ্ণুকে জাতীয় দলে দেখতে চাইছেন লাল-হলুদ কোচ ৷ তার জন্য বড় পদক্ষেপও করেছেন তিনি ৷

PV VISHNU
পিভি বিষ্ণু (EAST BENGAL MEDIA)

By ETV Bharat Sports Team

Published : Jan 25, 2025, 8:07 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: পিভি বিষ্ণু খেললে ইস্টবেঙ্গলও জ্বলে ওঠে। কেরলের উইঙ্গার চলতি আইএসএলে লাল-হলুদ জার্সিতে উজ্বল। গোল করে এবং করিয়ে তিনি এখন অস্কার ব্রুজোঁর প্রথম একাদশে অটোমেটিক চয়েজ। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও দুরন্ত গোলে ম্যাচ সেরা হয়েছেন। টানা ভালো পারফরম্যান্সের পরে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে দাবি উঠছে ইস্টবেঙ্গল উইঙ্গারকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার। অস্কার ব্রুজোঁ জানাচ্ছেন, তিনি ইতিমধ্যেই সে বিষয়ে ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজের সঙ্গে কথা বলেছেন।

চলতি মরশুমে দলের পারফরম্য়ান্স খারাপ হলেও পিভি বিষ্ণু প্রমাণ করে চলেছেন নিজেকে ৷ গত মরশুম থেকেই দলে নিয়মিত হয়েছেন ৷ চলতি আইএস মরশুমে ইতিমধ্যেই 16 ম্য়াচ খেলা হয়ে গিয়েছে লাল-হলুদের ডেভলপমেন্ট টিমের এই ফুটবলারের ৷ গোল করেছেন চারটি, একটি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামের পাশে ৷ বছর তেইশের একজন তরুণ তুর্কি এমন নজরকাড়া পারফর্ম করলে দলের কোচ কি আর চুপ থাকতে পারেন ? তাই ইতিমধ্যেই জাতীয় কোচের কাছে দলের ছেলের নাম প্রস্তাব করেছেন অস্কার ৷ প্রত্যুত্তরে মানোলো আশ্বস্ত করে জানিয়েছেন, বিষ্ণু তাঁর ভাবনায় রয়েছেন ৷ শুক্রবার ম্য়াচ শেষে তেমনটাই জানান লাল-হলুদের হেডস্যর ৷

সবমিলিয়ে অস্কারের কথায় পরিষ্কার, জাতীয় দলের দরজায় কড়া নাড়া শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের তরুণ উইঙ্গারের ৷ শুক্রবার নতুন বছরে প্রথম জয় পেয়ে ফের কিছুটা হলেও টপ সিক্সের আশা জেগেছে ইস্টবেঙ্গলে। অস্কার ব্রুজোঁ অবশ্য এব্যাপারে কোনও শব্দ খরচে রাজি নন। আরও দু'টো ম্যাচ গেলে ছবিটা স্পষ্ট হবে বলে মনে করছেন তিনি। চোট-আঘাত তাঁর দলের অগ্রগতির পক্ষে বড় অন্তরায়। সল ক্রেসপো, আনোয়ার আলি, মহম্মদ রাকিপ, প্রভাত লাকরা 31 জানুয়ারি মুম্বই সিটি এফসি ম্যাচেও নেই। তাদের মাঠে ফিরতে ফেব্রুয়ারি মাস হয়ে যাবে বলে জানিয়েছেন অস্কার। তবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যেভাবে দল খেলেছে তাতে খুশি তিনি।

বিশেষ করে মাঝমাঠে নাওরেম মহেশ সিং এবং সৌভিক চক্রবর্তী যেভাবে প্রতিপক্ষের ফুটবলারদের সামলেছেন তাতে সন্তুষ্ট স্প্যানিয়ার্ড। মুম্বই ম্যাচে আবার জিকসন সিংকে কার্ড সমস্যায় পাওয়া যাবে না। তবে কার্ড সমস্যা মিটিয়ে ফিরবেন নন্দকুমার সেকর। দায়িত্ব নেওয়ার পরে পরিস্থিতির বিচারে দলের একাধিক ফুটবলারের ভূমিকা বদল করেছেন অস্কার। অধিনায়ক ক্লেইটন সিলভা এখন গোল করার চেয়ে গোল করানোয় বেশি স্বচ্ছন্দ ৷ তাঁর প্রশংসা লাল-হলুদ হেডস্যরের গলায়। আক্রমণে ধীরে ধীরে ডানা মেলছেন ভেনেজুয়েলার উইঙ্গার রিচার্ড সেলিস। অস্কার ব্রুজোঁ বলছেন, "এখনও সম্পূর্ণ ফিট নন সেলিস। ফেব্রুয়ারিতে পুরো ফিট হয়ে যাবেন। তখন তাঁকে আরও ছন্দে দেখা যাবে।"

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details