কলকাতা, 17 ফেব্রুয়ারি:অস্কার ব্রুজোঁর কোচিংয়ে নতুন ভূমিকায় নিজেকে আবিষ্কার করছেন নাওরেম মহেশ সিং। আগে প্রান্ত ধরে দৌড়ে সেন্টারে গোলের বল বাড়ানোর দায়িত্ব সামলাতেন। নতুন কোচের হাতে পড়ে মাঝমাঠে মহেশের দায়িত্ব বদলে গিয়েছে। প্রান্তিক দৌড় নয়, মণিপুরের ফুটবলার এখন আক্রমণভাগ এবং রক্ষণের যোগসূত্রের কাজ করছেন। প্রতিপক্ষ আক্রমণের সময় রক্ষণকে সাহায্য করে দলের আক্রমণ গড়ে তোলার কাজ করছেন। সবমিলিয়ে নতুন ভূমিকায় সফল মহেশ।
মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ফিরতি মিনি ডার্বিতে তাঁর এবং পিভি বিষ্ণুর যুগলবন্দিতে দলের প্রথম গোল এসেছে। প্রথম লেগে মহামেডানের বিরুদ্ধে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয়েছিল। ফিরতি লড়াইয়ে নায়ক মহেশ। ম্য়াচ শেষে তাঁর পারফরম্যান্সের প্রশংসায় কোচ অস্কার ব্রুজোঁ। নন্দকুমারের খেলারও প্রশংসা করেছেন স্প্যানিশ কোচ। লাল-হলুদ কোচ বলছেন, "নন্দর পরিবারের একজন প্রয়াত হয়েছেন বলে ওর সময়টা ভালো যাচ্ছিল না। তবে নন্দ ও মহেশ ভালো খেলেছে। প্রথম লেগে যা হয়েছিল, সেজন্য আমরা খুশি ছিলাম না। সেই ম্যাচে ন'জনে খেলতে হয়েছিল আমাদের। মহামেডানের বিরুদ্ধে গত ম্যাচে ওরা দু'জন লাল কার্ড দেখে যে সমস্যা তৈরি করেছিল, তার প্রায়শ্চিত্ত করল বলতে পারেন।"