পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

15 লক্ষ টাকা পুরস্কার পেলেন ক্লেইটনরা, 12 বছর পর ট্রফি পেয়ে উৎসব লাল-হলুদ তাঁবুতে - East Bengal coach and footballers

East Bengal: এক যুগ পর জাতীয় পর্যায়ের ট্রফি এসেছে লাল-হলুদ তাঁবুতে ৷ সেই জয়ের উৎসব পালন হল মঙ্গলবার। ছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত ও দলের ফুটবলাররা ৷ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীরাও। এদিন ক্রীড়ামন্ত্রী ও মেয়রের উপস্থিতিতে ক্লাবের তরফ থেকে সুপার কাপজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় 15 লক্ষ টাকার চেক। সেই সঙ্গে চলল খাওয়াদাওয়া।

15 লক্ষ টাকা পুরস্কার পেলেন ক্লেইটনরা
East Bengal

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 8:38 AM IST

সুপার কাপ জয়ের পুরস্কার

কলকাতা, 28 ফেব্রুয়ারি: লগ্নিকারী সংস্থা সুপার কাপ জয়ের জন্য অগেই 25 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে। মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব কুয়াদ্রাতের ছেলেদের হাতে সুপার কাপের সাফল্যের জন্য 15 লক্ষ টাকার চেক তুলে দিল। ক্লাবের সহ-সভাপতি এমএল লোহিয়া এবং সচিব কল্যাণ মজুমদার, কোচ কার্লেস কুয়াদ্রাত, অধিনায়ক ক্লেইটন সিলভার হাতে চেক তুলেও দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আর এক সহ-সভাপতি রাহুল টোডি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ৷

East Bengal

সুপার কাপ জয়ের জন্য সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন বন্ধ দরজার আড়ালে করা হয়েছিল। সম্মান জ্ঞাপন ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল পুরো দলকে উদ্বুদ্ধ করতেও। উপস্থিত ছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, তরুণদের মতো প্রাক্তনরাও। ছোট অথচ মনকাড়া অনুষ্ঠানে ক্লাবের মানসিকতা বুঝতে পেরে কোচ, ফুটবলাররাও আরও সাফল্যের প্রতিশ্রুতি দিলেন। সচিব কল্যাণ মজুমদার জানান, ওড়িশার মাটিতে তাঁরা সুপার কাপ জিতেছেন। তাঁর বিশ্বাস, বৃহস্পতিবার আইএসএলের ম্যাচে ওড়িশা এফসিকে ফের হারিয়ে পয়েন্ট টেবিলে অগ্রগমন অব্যাহত রাখবে দল।

East Bengal

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মুখে ইস্টবেঙ্গলের হার না-মানা মনোভাব ফেরত আসার গল্প, যা বর্তমান দল করে দেখিয়েছে। মহানাগরিক নিজেকে লাল-হলুদ সমর্থক বলে পরিচয় দেন। দীর্ঘদিনের ট্রফি খরা যে তাঁকে দুঃখিত করেছিল তাও জানান। অবশেষে সুপার কাপ জয় সেই দুঃখ কাটিয়েছে এবং আগামীতে আরও প্রত্যাশার কথা শোনালেন।

সম্মেলিত আবেদনের সারমর্ম উপলব্ধি করে সাফল্য নিয়ে আসার প্রতিজ্ঞার কথা শুনিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। ইতিমধ্যে নতুন মরশুমের জন্য তাঁর চুক্তি নবীকরণ হয়েছে। আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাঅর্জন করেছে ক্লাব। তাঁর পরিকল্পনা তিনি সাজাচ্ছেন বলে জানিয়েছেন। এই পরিকল্পনা রূপায়ণে ক্লাব এবং লগ্নিকারী সংস্থার সাহায্য পাচ্ছেন। সূত্রের খবর, নতুন এক বিদেশিকে ইতিমধ্যে ইস্টবেঙ্গল সই করিয়েছে। যার নাম নতুন মরশুমের শুরুতে প্রকাশ করা হবে।

East Bengal

চেন্নাইয়িন এফসিকে জয়ের সরণিতে ফিরে লাল-হলুদ কোচ বলছেন, তাঁরা ডার্বি জয়ের জায়গায় রয়েছেন। মাঝে ওড়িশা এফসি এবং এফসি গোয়ার চ্যালেঞ্জ তাঁদের মাঠে সামলাতে হবে। অধিনায়ক ক্লেইটন সিলভা বলেন, "গত মরশুমে আমরা সাফল্য পাননি। এই মরশুমে দু'টো ট্রফির ফাইনাল খেলেছি। একটিতে চ্যাম্পিয়ন। আইএসএলের প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ আমাদের সামনে রয়েছে। সেই কাজে সফল হলে আইএসএলের শেষ পর্বে আমরা যে নিংড়ে দেব ৷"

আরও পড়ুন:

  1. নন্দর গোলে প্রথমবার চেন্নাইয়িন বধ, শেষ ছয়ের আশা বেঁচে রইল ইস্টবেঙ্গলের
  2. ওড়িশার বিরুদ্ধে সুযোগ নষ্টের খেসারত দিয়ে জয় হাতছাড়া মোহনবাগানের
  3. কলিঙ্গ জয়ের সঙ্গে শীর্ষে ওঠার কাজটা সারতে চান হাবাস

ABOUT THE AUTHOR

...view details