কলকাতা, 28 ফেব্রুয়ারি: লগ্নিকারী সংস্থা সুপার কাপ জয়ের জন্য অগেই 25 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে। মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব কুয়াদ্রাতের ছেলেদের হাতে সুপার কাপের সাফল্যের জন্য 15 লক্ষ টাকার চেক তুলে দিল। ক্লাবের সহ-সভাপতি এমএল লোহিয়া এবং সচিব কল্যাণ মজুমদার, কোচ কার্লেস কুয়াদ্রাত, অধিনায়ক ক্লেইটন সিলভার হাতে চেক তুলেও দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আর এক সহ-সভাপতি রাহুল টোডি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ৷
সুপার কাপ জয়ের জন্য সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন বন্ধ দরজার আড়ালে করা হয়েছিল। সম্মান জ্ঞাপন ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল পুরো দলকে উদ্বুদ্ধ করতেও। উপস্থিত ছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, তরুণদের মতো প্রাক্তনরাও। ছোট অথচ মনকাড়া অনুষ্ঠানে ক্লাবের মানসিকতা বুঝতে পেরে কোচ, ফুটবলাররাও আরও সাফল্যের প্রতিশ্রুতি দিলেন। সচিব কল্যাণ মজুমদার জানান, ওড়িশার মাটিতে তাঁরা সুপার কাপ জিতেছেন। তাঁর বিশ্বাস, বৃহস্পতিবার আইএসএলের ম্যাচে ওড়িশা এফসিকে ফের হারিয়ে পয়েন্ট টেবিলে অগ্রগমন অব্যাহত রাখবে দল।
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মুখে ইস্টবেঙ্গলের হার না-মানা মনোভাব ফেরত আসার গল্প, যা বর্তমান দল করে দেখিয়েছে। মহানাগরিক নিজেকে লাল-হলুদ সমর্থক বলে পরিচয় দেন। দীর্ঘদিনের ট্রফি খরা যে তাঁকে দুঃখিত করেছিল তাও জানান। অবশেষে সুপার কাপ জয় সেই দুঃখ কাটিয়েছে এবং আগামীতে আরও প্রত্যাশার কথা শোনালেন।