কলকাতা, 17 নভেম্বর: রেফারিং নিয়ে অভিযোগ জানাতে 19 নভেম্বর হায়দরাবাদে ইস্টবেঙ্গল । সেখানেই ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যান চৌবের সঙ্গে রেফারিং নিয়ে বৈঠকে লাল-হলুদ । শনিবার এই খবর জানিয়েছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার । 9 নভেম্বর মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে রেফারি হরিশ কুণ্ডুর ম্যাচ পরিচালনা নিয়ে কড়া সমালোচনা করেছিল ইস্টবেঙ্গল । দেবব্রত সরকার বলেছিলেন, তাঁরা চক্রান্তের শিকার হচ্ছেন ।
ওই ম্যাচে ইস্টবেঙ্গলের নন্দকুমার, মহেশ নওরেম সিংকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি হরিশ কুণ্ডু । দিয়ামান্তাকোসকে বক্সের মধ্যে মহমেডান স্পোর্টিংয়ের রেমসাঙ্গা ফাউল করলেও পেনাল্টি দেননি । ফলে রেফারিং নিয়ে ক্ষোভ জানিয়ে ইস্টবেঙ্গল মিনি ডার্বির পরদিনই চিঠি পাঠিয়েছিল ফেডারেশনে । তারই রেশ ধরে মঙ্গলবার বৈঠক হায়দরাবাদে । ইতিমধ্যেই রেফারির ভুল ঠিক করতে ভার প্রযুক্তির জোরালো দাবি তুলেছে ইস্টবেঙ্গল । যা সমর্থন করেছে মোহনবাগানও ।
মিনি ডার্বির ভুল নিয়ে আলোচনার মধ্যেই লাল-হলুদ কোচ অস্কার ব্রুঁজো ফের আইএসএল প্রস্তুতিতে । আর্ন্তজাতিক ফুটবলের জন্য আইএসএল বিরতি । তাই টানা ফুটবলের ধকল থেকে বিশ্রাম দিতেই সাতদিনের ছুটি দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ । তাঁর দলের পরবর্তী ম্যাচ 29 নভেম্বর । সেই ম্যাচের কথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু লাল-হলুদে । এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল চলতি আইএসএলে জয় পায়নি । সাত নম্বর ম্যাচে ড্র করে পয়েন্টের খাতা খুলেছে । এই অবস্থায় ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি হচ্ছে দল । এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে মহমেডান ম্যাচ পর্যন্ত ইস্টবেঙ্গল অপরাজিত । যা ভালো লক্ষণ ।