কলকাতা, 1 অগস্ট: মোহনবাগান দিবসের দিনেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে 'ভারত গৌরব' দেওয়ার কথা ঘোষণা করেছিল লাল-হলুদ ৷ বুধবার ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে 'প্রাইড অফ বেঙ্গল' সম্মান দেওয়ার কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার 1 আগস্ট ক্লাবের 105তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে লাল-হলুদ মঞ্চ আলো করবেন এই দুই তারকা ক্রিকেটার ৷
ক্রিকেটার হিসেবে শামি ইস্টবেঙ্গলের হয়ে খেলেননি। কিন্তু বাংলা ও ভারতের হয়ে অর্জিত কৃতিত্বকে সম্মান দিতেই তাঁর হাতে 'প্রাইড অফ বেঙ্গল' সম্মান তুলে দেওয়া হবে বলে জানান লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ এদিনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতেও ‘ভারত গৌরব’ সম্মান তুলে দেওয়া হবে ৷ এমনটাই আগেই জানিয়েছিল ইস্টবেঙ্গল ৷ শুধু 'ভারত গৌরব' এবং 'প্রাইড অফ বেঙ্গল' সম্মান নয়, এবার জানানো হয়েছে বর্ষসেরাদের নামও।
ক্লাব রূপক সাহা জানিয়েছেন, লাল-হলুদের বিচারে গত মরশুমের বর্ষসেরা ফুটবলার হয়েছেন নন্দাকুমার শেখার। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের সম্মান পাচ্ছেন প্রভসুখন গিল (জীবন চক্রবর্তী স্মৃতি সম্মান)। একই সঙ্গে পিকে বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে দেওয়া হবে সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাতের হাতে। পাশাপাশি জানানো হল ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হবে জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে ৷ এছাড়াও সানিয়া মির্জার বাবা ইমরাজ আজিজ মির্জার হাতে তুলে দেওয়া হবে 'দ্য মেকার অফ এ চ্যাম্পিয়ন' সম্মান। কারণ চ্যাম্পিয়ন তৈরি করার পিছনে যাঁদের অবদান থাকে, তাঁদের সম্মানিত করতে এই পুরস্কার দেয় ইস্টবেঙ্গল ৷