কলকাতা, 24 জানুয়ারি: টানা তিন ম্যাচ হেরে পিঠ ঠেকে গিয়েছিল দেওয়ালে ৷ টপ সিক্সের সম্ভাবনা কার্যত হাতছাড়া, এমতাবস্থায় হারানোর কিছু ছিল না ৷ তাই হয়তো কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ঘরের মাঠে জ্বলে উঠল ইস্টবেঙ্গল ৷ সীমিত সাধ্য নিয়েও পরিকল্পনামাফিক ফুটবল খেলে জয়ের সরণিতে ফিরল অস্কার ব্রুজোঁর লাল-হলুদ ৷ যুবভারতীতে শুক্রবার নোয়া সাদৌয়ি, আদ্রিয়ান লুনা সমৃদ্ধ কেরালা ব্লাস্টার্সকে 2-1 গোলে হারাল ইস্টবেঙ্গল। সেইসঙ্গে বছরের প্রথম জয় তুলে নিল কলকাতা জায়ান্টরা ৷
গত বছর 21 ডিসেম্বর খালিদ জামিলের জামশেদপুর এফসি ম্যাচে শেষ জিতেছিল লাল-হলুদ ৷ অর্থাৎ, একমাস তিনদিন পরে জয়ে ফিরল তাঁরা। পিভি বিষ্ণু এবং হিজাজি মাহেরের গোলে এদিন মশাল জ্বলল যুবভারতীতে। কেরালার হয়ে সান্ত্বনার গোল দানিশ ফারুখের। এই জয় 17 পয়েন্টে পৌঁছে দিল লাল-হলুদকে। যদি পয়েন্ট টেবিলে অবস্থানের হেরফের হল না।
টানা তিন ম্যাচ জিততে পারলে কাঙ্খিত লক্ষ্য অর্থাৎ, প্রথম ছ'য়ে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ কেরালা ম্যাচের আগে এমনটাই জানিয়েছিলেন অস্কার ব্রুজোঁ। লক্ষ্যপূরণটা কঠিন হলেও অসম্ভব নয়। তাই কঠিন চ্যালেঞ্জ সামলাতে এদিন সাজঘরের যাবতীয় অস্ত্র প্রয়োগ করেলেন কোচ। আহামরি ফুটবল পুরো 90 মিনিট জুড়ে ইস্টবেঙ্গল খেলেছে, তা বলা যাবে না। অঙ্ক কষে, রক্ষণ এবং মাঝমাঠের মধ্যে ফাঁক বুজিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখার চেষ্টা করেছিলেন সৌভিক, বিষ্ণু, জিকসনরা।