কলকাতা, 5 নভেম্বর:প্রাক শীতের মরশুমে আগামী শনিবারের মিনি ডার্বি ঘিরে একটু একটু করে চড়ছে পারদ ৷ আসলে এই ডার্বি ঘুরে দাঁড়ানোর লড়াই দু'দলের কাছেই। হাফডজন হারের পর ইস্টবেঙ্গল যেমন আইএসএলে পয়েন্টের খাতা খোলার লক্ষ্যে, তেমনই মহমেডানও চাইবে টানা চার হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে। ফলত লেসলি ক্লডিয়াস সরণি এবং রেড রোডের ধারের দুই শতাব্দী প্রাচীন ক্লাবেই কান পাতলে হুঙ্কার। তবে দু'দলই তাদের বেহাল রক্ষণ নিয়ে চিন্তিত।
লাল-হলুদ রক্ষণে হেক্টর ইউস্তেকে না-পাওয়ার সম্ভাবনা জোরালো। আশা করা হচ্ছে শনিবারের আগেই তিনি শহরে ফিরবেন। কিন্তু ফিরলেও তাঁর মাঠে নামা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। স্প্য়ানিয়ার্ডকে পাওয়া যাবে না ধরে নিয়েই অস্কার ব্রুজোঁ রক্ষণ সাজাতে ব্যস্ত। এক্ষেত্রে আনোয়ার আলি এবং হিজাজি মাহেরকে রেখেই সাদা-কালো আক্রমণের মুখ ভোঁতা করার চেষ্টা করছেন তিনি। দুই সাইডব্যাকে প্রভাত লাকড়া এবং নিশু কুমার ৷ চোট সারিয়ে মহমেডান ম্য়াচেই প্রথম নামতে চলেছেন নিশু। দ্রুতগতির মহমেডান উইঙ্গার রেমসাঙ্গা বা বিকাশ সিংদের সামলাতে লালচুংনুঙ্গা কতটা কার্যকরী হবেন, তা নিয়ে ধন্দে ব্রুজোঁ। মঙ্গলবারও ফিজিক্যাল ফিটনেসের উপর বাড়তি জোর দিলেন লাল-হলুদ কোচ। নতুন নতুন ফিজিক্যাল ড্রিল করিয়ে ফুটবলারদের ফিট করার চেষ্টায় ইস্টবেঙ্গল ফিজিও।