কলকাতা, 26 জানুয়ারি: “আমাদের সময়ের দল বর্তমানের টপ ফর্মের মোহনবাগানকে হেলায় হারিয়ে দিত ।” যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে অনীত ঘোষের পাশে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন ডগলাস ভি সিলভা । ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের জার্সি পড়ে খেলেছেন । তবে লাল-হলুদ জার্সিতেই অধিক জনপ্রিয় । গত কয়েকমাস ধরেই কলকাতায় রয়েছেন । বেশ কিছু ফুটবল প্রজেক্টের সঙ্গে যুক্ত । নিয়মিত যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা দেখতে আসেন । ফলে দুই প্রধানের পারফর্ম্যান্সের ওঠা-পড়া সম্পর্কে অবহিত ।
ডগলাস বলছেন, ‘‘ইস্টবেঙ্গলের অস্কার সেলিস ভালো ফুটবলার । তবে দলের প্রয়োজন অনুযায়ী খেলতে হবে । চটকদার ফুটবলের চেয়ে কার্যকরী ফুটবল কিভাবে হয়, সেটা দেখা উচিত ।’’ ক্লেইটন সিলভার পরিবর্তিত ভূমিকা নিয়ে দারুণ খুশি । তাঁর মতে, দলের অধিনায়ক দলের প্রয়োজনে যা দরকার সেটাই করছে । এটাই একজন নেতার গুণ । গোল পাচ্ছে না-দেখে অনেকে বলছেন । তবে ক্লেইটনের গোল পাওয়া নিয়ে আশ্বস্ত করছেন ডগলাস ডি সিলভা ।