কলকাতা, 1 মার্চ: রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসার পর, ভারতীয় দলে তাঁর মধুর সমাপ্তি হয়নি ৷ মহেন্দ্র সিং ধোনি পরবর্তী সময়ে দারুণ আশা জাগিয়ে শুরু করেও, বাদ পড়েছেন তিনি ৷ কিন্তু, রাগ, অভিমান মনে রাখেননি ৷ বরং বাস্তব মেনে আইপিএলে মনসংযোগ করেছেন ঋদ্ধিমান সাহা ৷ তবে, ভারতীয় দলের পারফরম্যান্সে নজর রয়েছে তাঁর ৷ উঠতি তরুণ উইকেট-কিপার ধ্রুব জুরেলের পারফরম্যান্স মুগ্ধ হয়ে দেখেছেন ৷ জানিয়ে দিলেন, ধ্রুব জুরেলের ভবিষ্যৎ উজ্জ্বল ৷
কলকাতা ক্রীড়া সাংবাদিকদের ক্লাবে একটি অনুষ্ঠানে এসেছিলেন প্রাক্তন ভারতীয় উইকেট-কিপার ৷ ধ্রুব জুরেল নিয়ে ঋদ্ধি বলেছেন, "ঘরোয়া ক্রিকেটে আগে আমি ওর খেলা দেখিনি ৷ তবে, ম্যাচের হাইলাইটস দেখে যা বুঝেছি, অসাধারণ ব্যাট করে ৷ টেকনিকের দিক থেকে নিখুঁত ৷ আশা করি, ছেলেটা ভালো খেলবে ৷"
অন্যদিকে, জাতীয় দলের ক্রিকেটারেদের সিরিজ না থাকাকালীন ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই ৷ যা নিয়ে বলতে গিয়ে সরফরাজ খানকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন ঋদ্ধি, "সরফরাজ খানও অসাধারণ ক্রিকেটার ৷ এত বছর ধরে রান করেছে ঘরোয়া ক্রিকেটে ৷ তার প্রভাব তো থাকবেই ৷ যেই স্তরেই রান করুক, আত্মবিশ্বাস বাড়ে ৷ সেটাই কাজে লাগিয়েছে সরফরাজ ৷"
এদিন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে কথা বললেন ঋদ্ধি ৷ কোনও দিন সাহায্যের হাত বাড়াতে কার্পন্য করেননি ৷ এখন ভারতীয় দলে একঝাঁক ক্রিকেটারের উত্থানে ঋদ্ধিমান খুশি ৷ বলছেন, "তরুণ ক্রিকেটারদের মধ্যে সকলেই রান করছে, উইকেট পাচ্ছে ৷ যাকে যখন দরকার, সে খেলে দিচ্ছে ৷ আমাদের রিজার্ভ বেঞ্চ তৈরি ৷ ধ্রুবও সুযোগ পেয়ে কিন্তু খেলে দিল ৷"