মুম্বই, 2 মে:আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে চার স্পিনার নেওয়ার বিষয়টি জলের মতো পরিষ্কার ছিল আগে থেকেই ৷ পাশাপাশি আইপিএল পারফরম্যান্স যে এই দলগঠনে খুব একটা প্রভাব ফেলেনি, স্পষ্ট করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ দলঘোষণার 48 ঘণ্টা পর বৃহস্পতিবার নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরকে নিয়ে মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন রোহিত ৷ সেখানেই বিশ্বকাপের দলগঠন নিয়ে মুখ খোলেন তিনি ৷
ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের জন্য ভারতের ঘোষিত 15 জনের দলে দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল ছাড়াও রয়েছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মতো স্পিনিং অলরাউন্ডার ৷ যা বেশ বৈচিত্র্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এবিষয়ে 'হিটম্য়ান' এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি বিশদে যেতে চাই না ৷ তবে নিঃসন্দেহে আমরা চার স্পিনারকেই স্কোয়াডে চেয়েছিলাম ৷ ওখানে আমরা অনেক ম্যাচ খেলেছি ৷ সকাল 10টায় বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ৷ সুতরাং এর পিছনে টেকনিক্য়াল অনেক বিষয় আছে ৷"