হায়দরাবাদ, 22 অগস্ট: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ নামটার সঙ্গে জড়িয়ে কতশত মণিমানিক্য, ভূরি-ভূরি রেকর্ড ৷ কিন্তু সিআর সেভেনের রেকর্ডের ব্যপ্তি শুধুই ফুটবল মাঠে ভাবলে তা মস্ত ভুল হবে ৷ খেলার মাঠের বাইরে সোশাল মিডিয়াতেও সমান জনপ্রিয় রোনাল্ডোকে ইনস্টাগ্রামে ফলো করেন 636 মিলিয়ন মানুষ ৷ সেখানেও জনপ্রিয়তার শীর্ষে তিনি ৷ এক্সে তাঁকে ফলো করেন 112.5 মিলিয়ন মানুষ এবং ফেসবুকে সংখ্যাটা 170 মিলিয়নের মতো ৷ এহেন সিআর সেভেন এবার ইউটিউবে পা রাখলেন সাড়া জাগিয়ে ৷ বলা ভালো ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্মে নাম লিখিয়েই বিশ্বরেকর্ড পর্তুগিজ মহাতারকার ৷
বুধবার ইউটিউবে চ্যানেল খুলেছেন সৌদি প্রো-লিগের ক্লাব আল নাসেরের এই ফুটবলার ৷ চ্যানেল খোলার 90 মিনিটের মধ্যেই রোনাল্ডোর সাবস্ক্রাইবার সংখ্যা পেরিয়ে যায় 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ ৷ যা বিশ্বরেকর্ড ৷ আর 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি সাবস্ক্রাইবারে পৌঁছতে প্রাক্তন রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা সময় নিলেন মাত্র 10 ঘণ্টা ৷ বর্তমানে সর্বাধিক সাবস্ক্রাইবার যে ইউটিউবারের, সেই মিস্টার বিস্ট 10 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছতে সময় নিয়েছিলেন 132 দিন ৷ অর্থাৎ, তার অর্ধেক দিনও লাগল না 897 গোলের মালিকের ৷