নয়াদিল্লি, 13 অগস্ট: ভিনেশ পদক পাবেন কি না, তা জানা গেল না ৷ মঙ্গলবার রাতে আন্তর্জাতিক অলিম্পিক সংগঠন (আইওএ) জানিয়েছে, ক্রীড়া আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগতের আবেদনের উত্তর দিতে আরও সময় চেয়েছে ৷ 16 তারিখ প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তারা চূড়ান্ত রায় জানাবে ৷ ভিনেশ 50 কেজির ফ্রিস্টাইল ক্যাটাগরির মহিলা কুস্তিতে অংশ নিয়েছিলেন ৷ তিনি যুগ্ম সিলভারের দাবিতে আবেদন জানিয়েছিলেন ৷ এর আগেও মামলার রায়দান পিছিয়ে গিয়েছিল ৷ আবারও সেই ঘটনা ঘটল ৷
পদকের সামনে গিয়েও বাতিল হতে হল ভিনেশকে ৷ তাঁর ওজন মাত্র 100 গ্রাম বেশি হওয়ায় তাঁকে বাতিল করে দিয়েছে অলিম্পিক্স কমিটি । মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়া নিয়ে চমকে গিয়েছেন সকলেই ৷ শুধু পদকের স্বপ্ন ভেঙে যাওয়াই নয়, নিয়ম নিয়েও শুরু হয়েছে জোর চর্চা ৷ কারণ, ভিনেশের প্যারিস অলিম্পিক্স পর্যন্ত আসার সফরটা সবার জানা ৷ সাসপেনশন, অফ ফর্ম, পুলিশের লাঠি পেরিয়ে তিনি অলিম্পিক্সে এসেছেন ৷ এই পরিস্থিতিতে পদক পাকা করেও ছিটকে যাওয়াটা প্রত্যাশিত নয় ৷
অলিম্পিক্সের নিয়মের জাঁতাকলে পড়ে বাদ পড়তে হয়েছে ভারতের এই কুস্তিগিরকে। কী নিয়ম রয়েছে অলিম্পিক্সের?
অলিম্পিক কুস্তির ওজনের ভাগ
মোট 18টি ওজনের ক্লাস আছে কুস্তিতে ৷ গ্রিসো-রোমান, ছেলেদের ফ্রিস্টাইল ও মেয়েদের ফ্রিস্টাইলে 6টি করে ভাগ আছে ৷ প্রতিটা ভাগই ওজনের হিসেবে আলাদা ৷ যেমন 57 কেজির একটি বিভাগ, আবার 50 কেজির অন্য বিভাগ ৷
ছেলেদের ফ্রিস্টাইল- 57, 65, 74, 86, 97, ও 125 (প্রতিটিই কেজিতে)