চেন্নাই, 24 এপ্রিল:কানাডায় সদ্যসমাপ্ত ফিডে ক্যান্ডিডেটস চেজ চ্যাম্পিয়নশিপে সাফল্য এসেছে ভারতের ঘরে ৷ সৌজন্যে গুকেশ ডোম্মারাজু ৷ প্রতিযোগিতার 14 ম্যাচ থেকে 9 পয়েন্ট সংগ্রহ করে ইতিহাসে নাম তুলেছেন চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টার ৷ ক্যান্ডিডেটস চ্যাম্পিয়নশিপ জিতে কনিষ্ঠ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে নিয়েছেন ডি গুকেশ ৷ কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই যোগ্যতা অর্জন করলেন তিনি ৷ তাঁর সাফল্যে খুশি এবং একইসঙ্গে আশাবাদী কীর্তিমানের দীর্ঘদিনের কোচ বিষ্ণু প্রসন্ন ৷ ইটিভি ভারতের সঙ্গে তিনি শেয়ার করলেন নানা কথা ৷
গুকেশের ঐতিহাসিক সাফল্য নিয়ে বলতে গিয়ে গ্র্যান্ডমাস্টার বিষ্ণু প্রসন্ন বলেন, "আমি ওর কীর্তিতে উচ্ছ্বসিত ৷ মানসিক এবং শারীরিকভাবে তরতাজা থেকে কীভাবে খেলা উন্নত করা যায়, তা নিয়ে গেমের আগে আমাদের আলোচনা হত ৷ সেই আলোচনার সঠিক প্রয়োগ হয়েছে এবং সেটা কাজে দিয়েছে ৷"
গুকেশের ট্রেনার বিষ্ণু প্রসন্ন ক্যান্ডিডেটস চেজ চ্যাম্পিয়নশিপে সাফল্য গুকেশের উপর প্রত্যাশা আরও তীব্র করেছে ৷ সেই প্রত্যাশার চাপ সামলে পরবর্তী চ্যালেঞ্জের জন্য কীভাবে প্রস্তুতি নেবে গুকেশ? উত্তরে বিষ্ণু বলেন, "ভীষণই চ্যালেঞ্জিং একটা ইভেন্ট হতে চলেছে ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে হাতে এখনও কয়েকটা মাস সময় রয়েছে ৷ একটা ভালো জিনিস যে, ও (গুকেশ) খুব দ্রুত হারে উন্নতি করছে ৷ গুকেশ একজন ভিন্ন ঘরানার প্লেয়ার ৷"
জানুয়ারিতে যে অবস্থায় ছিল তার তুলনায় দ্রুতহারে সে প্রভূত উন্নতি করেছে বলে জানান বিষ্ণু ৷ আর সব দেখেশুনেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে চিনের ডিং লিরেনের বিরুদ্ধে ছাত্রের সাফল্য নিয়ে আশাবাদী তিনি ৷ আগামী কয়েকমাস ধরে স্ট্র্যাটেজি নিয়েই কাঁটাছেড়া চলবে এবং একইসঙ্গে গুকেশের দুর্বল জায়গাগুলো মেরামতির প্রচেষ্টা জারি থাকবে বলে ইটিভি ভারত'কে জানান গুকেশের ট্রেনার ৷
আরও পড়ুন:
- ‘টরন্টোয় ভারতীয় ভূমিকম্প’, গুকেশকে প্রশংসায় ভরালেন কাসপারভ
- কাসপারভের নজির ভেঙে ইতিহাসে ভারতের গ্র্যান্ডমাস্টার, কনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়নকে চ্যালেঞ্জের সুযোগ