পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ঘরের মাঠে দাপুটে ব্যাটিং রুতুরাজ-রাচিন-শিবমের, বোলিং ব্যর্থতায় শুভমনদের চাই 207 - IPL 2024 - IPL 2024

Indian Premier League 2024: রাচিন রবীন্দ্র, শিবম দুবে, রুতুরাজ গায়কোয়াড়দের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে 6 উইকেটে 206 রান তুলল চেন্নাই। বোলিং ব্যর্থতা কাটিয়ে শুভমনকেই ধরতে হবে ব্যাট ৷ ধোনি ব্রিগেডকে হারাতে গুজরাতের চাই 207 ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 9:44 PM IST

চেন্নাই, 26 মার্চ:টপ অর্ডারের ব্যাটাররা এতটাই ভালো খেললেন যে মিডল-অর্ডার ব্যাটারদের ক্রিজেই নামতে হল না ৷ ঘরের মাঠে চেন্নাইয়ের ব্যাটারদের গর্জন বুঝিয়ে দিচ্ছে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ৷ টস জিতে শুভমন তাদের ব্যাট করতে পাঠালেও একের পর এক ব্যাটার প্রথম থেকেই খেললেন চালিয়ে ৷ ওপেনিংয়ে নেমে নয়া সিএসকে অধিনায়ক রুতুরাজ করেন 46 রান ৷ রাচিন রবীন্দ্র ও অধিনায়ক জুটির পারফরম্যান্স ছিল দেখার মতো ৷ বিদেশি এই ব্যাটারও এদিন 46 রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান ৷ তাঁর ব্যাট থেকে এসেছে 6টি চার ও 3টি ছয় ৷ পরে অজিঙ্কা রাহানে ফেরেন 14 রানে ৷ শিবম দুবে এদিন অর্ধশতরান করেন ৷ 23 বলে 51 রান করেন এই বাঁ-হাতি ব্যাটার ৷ 20 ওভার শেষে চেন্নাইয়ের স্কোর 6 উইকেটের বিনিময়ে 206 রান ৷

ABOUT THE AUTHOR

...view details