পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বেতন নেই, প্র্যাকটিসে নামতে অস্বীকার মহমেডান ফুটবলারদের - MOHAMMEDAN SC IN ISL

সমস্যা মেটাতে দ্রুত লগ্নিকারী সংস্থার শীর্ষকর্তা ছুটে আসেন । প্রায় একঘণ্টা ধরে ফুটবলারদের সঙ্গে বৈঠক করেন । তারপরেই প্র্যাকটিসে নামেন ফুটবলাররা ।

Mohammedan Sporting
প্র্যাকটিসে নামতে অস্বীকার মহমেডান ফুটবলারদের (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Jan 14, 2025, 7:29 PM IST

Updated : Jan 14, 2025, 7:56 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: বেতন বকেয়া । প্র্যাকটিসে নামতে অস্বীকার মহমেডান ফুটবলারদের । বুধবার কিশোরভারতী স্টেডিয়ামে প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সাদা-কালো ব্রিগেডের গুরুত্বপূর্ণ ম্যাচ । বেঙ্গালুরু এফসিকে হারিয়ে অঘটন ঘটিয়েছে আন্দ্রে চের্নিশভের ছেলেরা । বুধসন্ধ্যায় চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে নামার আগে চরম বিশৃঙ্খলা মহমেডান স্পোর্টিং প্র্যাকটিসে ।

গত দু’মাসের বেশি সময় ধরে বেতন নিয়ে সমস্যা চলছে মহমেডানে । যা নিয়ে ক্ষোভ ছিলই । মাসখানেক আগে বেতন বকেয়ার অভিযোগ নিয়ে ফিফা’য় যাওয়ার হুমকি দিয়েছিলেন সাদা-কালো ফুটবলাররা । সেইসময় কিছুটা বেতন মিটিয়ে সমস্যা ধামাচাপা দেওয়া হয়েছিল । কিন্তু পরবর্তী সময়ে তা পুরো মেটানো হয়নি । এবার বকেয়া বেতন সমস্যা মাথাচাড়া দিয়েছে ।

প্র্যাকটিসে নামতে অস্বীকার মহমেডান ফুটবলারদের (ইটিভি ভারত)

মহমেডানের লগ্নিকারী সংস্থায় আর্থিক সমস্যা চলছে । তা ক্রমেই জটিল হওয়ায় ফুটবল দলের বেতন বকেয়ায় প্রভাব ফেলল । মঙ্গলবার বিকেল 4টের সময় মহমেডান ক্লাবের ফুটবলাররা যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে আসেন । কিন্তু তাঁরা মাঠে নামতে অস্বীকার করেন । ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে ফুটবলাররা মাঠে নামতে অস্বীকার করায় প্রমাদ গোনেন লগ্নিকারী সংস্থার কর্তারা ।

সমস্যা মেটাতে দ্রুত লগ্নিকারী সংস্থার শীর্ষকর্তা ছুটে আসেন । প্রায় একঘণ্টা ধরে ফুটবলারদের সঙ্গে বৈঠক করেন । আশ্বাস মেলে বকেয়া মেটানোর । তারপরেই প্র্যাকটিসে নামেন ফুটবলাররা । চেন্নাইয়িন ম্যাচের আগে দলের অন্দরে অসন্তোষের আগুন । এবং তা ফুটবল বহির্ভূত কারণে ৷ এই অবস্থায় বেঙ্গালুরু ম্যাচের পারফরম্যান্সের রেশ কতটা ধরে রাখা যাবে, তা নিয়ে সন্দেহ থাকছে । টানা পাঁচ ম্যাচে হারের পরে দু’টো ড্র । তারপর জয় । দল ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে । এই অবস্থায় বেতন বকেয়ার সমস্যা নিয়ে অশান্তি মহমেডান স্পোর্টিংয়ে ।

আরও পড়ুন

Last Updated : Jan 14, 2025, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details