প্যারিস, 4 অগস্ট: প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ৷ একের পর এক জ্যাব, পাঞ্চে নাজেহাল করে দিয়েছিলেন মেক্সিকোর মার্কো ভার্দেকে ৷ মনে হচ্ছিল, দেশের চতুর্থ পদক নিশ্চিত করে ফেলবেন বছর 23-এর বক্সার ৷ দ্বিতীয় রাউন্ডে মার্কো ম্যাচে ফিরলেও তৃতীয় রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই হয় ৷ শেষ পর্যন্ত বিচারকদের সিদ্ধান্তে ছিটকে গেলেন নিশান্ত ৷
বিচারকদের অবাক সিদ্ধান্ত ! প্রেমের সফরে নিশান্তের স্বপ্নসফরের সলিল সমাধি - Paris Olympics 2024
Boxer Nishant Dev Misses Medal in Olympic debut: ‘দ্য গ্রেটেস্ট শো অফ আর্থ’-এর মঞ্চে নজির ছোঁয়া হল না নিশান্তের ৷ কোয়ার্টার-ফাইনালে হেরে ছিটকে গেলেন ভারতীয় বক্সার ৷
নিশান্তের স্বপ্নসফরের সলিল সমাধি (ইটিভি ভারত)
Published : Aug 4, 2024, 7:44 AM IST
|Updated : Aug 4, 2024, 8:12 AM IST
সেমি-ফাইনালে উঠলেই পদক নিশ্চিত হয়ে যেত ৷ বিজেন্দ্র সিং (ব্রোঞ্জ, বেজিং অলিম্পিক্স 2008) এর পর দ্বিতীয় বক্সার হিসেবে পোডিয়াম ফিনিশ করার কৃতিত্ব গড়তেন কার্নালের ছেলে ৷ সামান্য ভুলে সে সুযোগ হাতছাড়া করলেন ৷ যদিও এদিন নিশান্তও জেতার জায়গায় ছিলেন ৷ বিতর্ক রয়েছে বিচারকদের সিদ্ধান্ত নিয়েও ৷ নিশান্তও সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ৷
Last Updated : Aug 4, 2024, 8:12 AM IST