ETV Bharat / sports

প্রয়াত জয়ন্ত পুশিলালের নামাঙ্কিত রাজ্য টিটি'র সূচনা মঙ্গলে

প্রয়াত দ্রোণাচার্য কোচ জয়ন্ত পুশিলালের নামে এবার নামাঙ্কিত রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ৷ শুরু হচ্ছে আগামী 5 নভেম্বর ৷

STATE TT CHAMPIONSHIP
মঙ্গলে শুরু রাজ্য টিটি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 3, 2024, 7:29 PM IST

কলকাতা, 3 নভেম্বর: ময়দানের সেন্ট্রাল এক্সাইজ তাঁবুতে জয়ন্ত পুশিলালের স্মরণসভায় গত 28 সেপ্টেম্বর গৃহিত হয়েছিল সিদ্ধান্ত ৷ সেইমত প্রয়াত দ্রোণাচার্য কোচের নামাঙ্কিত রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী মঙ্গলবার অর্থাৎ, 5 নভেম্বর ৷ চলবে 12 নভেম্বর পর্যন্ত ৷ ভেন্যু বদলে এবার রাজ্য টিটি অনুষ্ঠিত হচ্ছে বড়বাজার যুবক সংঘ ক্লাবে ৷ ভেন্যু বদলের বিষয়টিও আগে থেকেই ঠিক ছিল ৷

এই নিয়ে ষষ্ঠবার রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আয়োজনে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে 10টি বোর্ডে। অংশ নিচ্ছেন দেড় হাজারের বেশি প্যাডলার। জয়ন্ত পুশিলালের নামাঙ্কিত প্রতিযোগিতায় এবার খেলছে 22টি দল। তবে অঙ্কুর ভট্টাচার্য, সিন্ড্রেলা দাসের মত প্যাডলাররা প্রতিযোগিতার পুরোটা খেলতে পারবেন না। কারণ, আর্ন্তজাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য 8 নভেম্বর তাদের ফিরে যেতে হচ্ছে। এবছর অঙ্কুর প্রতিনিধিত্ব করবেন হাওড়া জেলার হয়ে। পৌনে 2 লক্ষ টাকা পুরস্কার মূল্যের রাজ্য প্রতিযোগিতা ঘিরে আগ্রহ তুঙ্গে ইতিমধ্যেই।

রাজ্য চ্যাম্পিয়নশিপের মধ্যে দিয়ে প্রয়াত দ্রোণাচার্য কোচকে শ্রদ্ধা অর্পণের বিষয়টি সম্পরিকে যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেন, "জয়ন্ত পুশিলাল কোচেদের কোচ। প্রকৃত অর্থেই গুরু। বছরের পর বছর ধরে চ্যাম্পিয়ন উপহার দিয়ে গিয়েছেন। এমন একটি মানুষকে শ্রদ্ধা জানাতেই রাজ্য চ্যাম্পিয়নশিপকে জয়ন্ত পুশিলালের নামে উৎসর্গ করা হয়েছে। ভবিষ্যতে আমরা ওনার নামে আরও একটি স্টেজ থ্রি টুর্নামেন্ট করার পরিকল্পনা করছি।"

দেড়হাজার প্রতিযোগী এবার চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। রাজ্য সংস্থার যুগ্ম সচিব জানান, সাম্প্রতিক সময়ে আমাদের খেলোয়াড়রা নিয়মিত আর্ন্তজাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং সাফল্য পাচ্ছে। যা প্রমাণ করে রাজ্যের টেবিল টেনিসের অগ্রগতি সঠিক পথেই এগোচ্ছে। ভবিষ্যতে আরও বড় সাফল্য এই খেলোয়াড়রা নিয়ে আসবে বলেই বিশ্বাস তাঁর।

কলকাতা, 3 নভেম্বর: ময়দানের সেন্ট্রাল এক্সাইজ তাঁবুতে জয়ন্ত পুশিলালের স্মরণসভায় গত 28 সেপ্টেম্বর গৃহিত হয়েছিল সিদ্ধান্ত ৷ সেইমত প্রয়াত দ্রোণাচার্য কোচের নামাঙ্কিত রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী মঙ্গলবার অর্থাৎ, 5 নভেম্বর ৷ চলবে 12 নভেম্বর পর্যন্ত ৷ ভেন্যু বদলে এবার রাজ্য টিটি অনুষ্ঠিত হচ্ছে বড়বাজার যুবক সংঘ ক্লাবে ৷ ভেন্যু বদলের বিষয়টিও আগে থেকেই ঠিক ছিল ৷

এই নিয়ে ষষ্ঠবার রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আয়োজনে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে 10টি বোর্ডে। অংশ নিচ্ছেন দেড় হাজারের বেশি প্যাডলার। জয়ন্ত পুশিলালের নামাঙ্কিত প্রতিযোগিতায় এবার খেলছে 22টি দল। তবে অঙ্কুর ভট্টাচার্য, সিন্ড্রেলা দাসের মত প্যাডলাররা প্রতিযোগিতার পুরোটা খেলতে পারবেন না। কারণ, আর্ন্তজাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য 8 নভেম্বর তাদের ফিরে যেতে হচ্ছে। এবছর অঙ্কুর প্রতিনিধিত্ব করবেন হাওড়া জেলার হয়ে। পৌনে 2 লক্ষ টাকা পুরস্কার মূল্যের রাজ্য প্রতিযোগিতা ঘিরে আগ্রহ তুঙ্গে ইতিমধ্যেই।

রাজ্য চ্যাম্পিয়নশিপের মধ্যে দিয়ে প্রয়াত দ্রোণাচার্য কোচকে শ্রদ্ধা অর্পণের বিষয়টি সম্পরিকে যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেন, "জয়ন্ত পুশিলাল কোচেদের কোচ। প্রকৃত অর্থেই গুরু। বছরের পর বছর ধরে চ্যাম্পিয়ন উপহার দিয়ে গিয়েছেন। এমন একটি মানুষকে শ্রদ্ধা জানাতেই রাজ্য চ্যাম্পিয়নশিপকে জয়ন্ত পুশিলালের নামে উৎসর্গ করা হয়েছে। ভবিষ্যতে আমরা ওনার নামে আরও একটি স্টেজ থ্রি টুর্নামেন্ট করার পরিকল্পনা করছি।"

দেড়হাজার প্রতিযোগী এবার চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। রাজ্য সংস্থার যুগ্ম সচিব জানান, সাম্প্রতিক সময়ে আমাদের খেলোয়াড়রা নিয়মিত আর্ন্তজাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং সাফল্য পাচ্ছে। যা প্রমাণ করে রাজ্যের টেবিল টেনিসের অগ্রগতি সঠিক পথেই এগোচ্ছে। ভবিষ্যতে আরও বড় সাফল্য এই খেলোয়াড়রা নিয়ে আসবে বলেই বিশ্বাস তাঁর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.