ETV Bharat / sports

'জানি না যাব কি না', অস্ট্রেলিয়া সফরে যাওয়ার প্রশ্নে অনিশ্চিত খোদ রোহিত - INDIA TOUR OF AUSTRALIA

অস্ট্রেলিয়া সফরের শুরুতে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চিত খোদ রোহিত শর্মা ৷ রবিবার সাংবাদিক সম্মেলনে জানালেন 'হিটম্যান' ৷

ROHIT SHARMA
রোহিত শর্মা (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 3, 2024, 8:09 PM IST

মুম্বই, 3 নভেম্বর: সম্ভাবনাটা তৈরি হয়েছিল আগেই ৷ মুম্বই টেস্টে হারের পর সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মার কথা সেই সম্ভাবনা যেন আরও উসকে দিল ৷ আগামী 22 নভেম্বর বর্ডার-গাভাসকর সিরিজ ওপেনারে রোহিতকে পাওয়া যাবে না বলে আগেই জানিয়েছিল বোর্ডের একটি সূত্র ৷ তাতে সিলমোহর দিয়ে খোদ রোহিত এদিন জানালেন, তিনি নিশ্চিত নন পারথে প্রথম টেস্ট খেলতে পারবেন কি না ৷

শোনা গিয়েছিল ব্যক্তিগত কারণে পারথে সিরিজের প্রথম ম্যাচে পাওয়া যাবে না রোহিতকে ৷ এদিন কারণ না-জানালেও 'হিটম্যান' বুঝিয়ে দিলেন তাঁকে সিরিজ ওপেনারে পাওয়ার আশা ক্ষীণ ৷ আগামী 22 নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৷ রোহিতকে অধিনায়ক নির্বাচিত করে ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে ভারতের ৷ সিরিজে রোহিতের ডেপুটি জসপ্রীত বুমরা ৷ যদিও স্কোয়াড ঘোষণার সময় বোর্ডের তরফে কিছু যদিও বলা হয়নি ৷ এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হোয়াইটওয়াশের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ভেসে আসে ভারত অধিনায়কের কাছে ৷

উত্তরে রোহিত বলেন, "আমি এখনও জানি না আমি যাচ্ছি কি না ৷ ফিঙ্গার ক্রসড ৷" তবে হাবেভাবে পরিষ্কার হয়তো অধিনায়ককে ছাড়াই বর্ডার-গাভাসকর ট্রফির ওপেনিং ম্য়াচ খেলতে হবে ভারতীয় দলকে ৷ সেক্ষেত্রে রোহিতের ডেপুটি বুমরার হাতেই থাকবে পারথ টেস্টে অধিনায়কত্বের ব্যাটন ৷ তবে প্রথম টেস্টে তাঁকে পাওয়ার ব্য়াপারে অনিশ্চয়তা থাকলেও দ্রুত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার ভুলে অস্ট্রেলিয়া সফরে মনোনিবেশের কথা বলেছেন রোহিত ৷

দল এবং দলের অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোহিত এদিন বলেন, "খুব বেশিদূর নিয়ে আমরা এখনই ভাবতে চাই না ৷ আমাদের ফোকাসে এখন অস্ট্রেলিয়া সফর ৷" রোহিত বলুন আর নাই বা বলুন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 0-3 ব্যবধানে হারের পর ভারতের অস্ট্রেলিয়া সফরের গুরুত্ব যে আরও বেড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না ৷ অন্যান্য দলের ফলাফলের দিকে না-তাকিয়ে ভারতকে আসন্ন ডব্লিউটিসি ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে অজিভূমে পাঁচ ম্যাচের মধ্যে অন্তত 4টি ম্যাচে জিততেই হবে ৷ অন্যথায়, ফাইনাল খেলতে হলে দৌড়ে থাকা অন্যান্যদের সিরিজে চোখ রাখতে হবে রোহিতব্রিগেডকে ৷

মুম্বই, 3 নভেম্বর: সম্ভাবনাটা তৈরি হয়েছিল আগেই ৷ মুম্বই টেস্টে হারের পর সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মার কথা সেই সম্ভাবনা যেন আরও উসকে দিল ৷ আগামী 22 নভেম্বর বর্ডার-গাভাসকর সিরিজ ওপেনারে রোহিতকে পাওয়া যাবে না বলে আগেই জানিয়েছিল বোর্ডের একটি সূত্র ৷ তাতে সিলমোহর দিয়ে খোদ রোহিত এদিন জানালেন, তিনি নিশ্চিত নন পারথে প্রথম টেস্ট খেলতে পারবেন কি না ৷

শোনা গিয়েছিল ব্যক্তিগত কারণে পারথে সিরিজের প্রথম ম্যাচে পাওয়া যাবে না রোহিতকে ৷ এদিন কারণ না-জানালেও 'হিটম্যান' বুঝিয়ে দিলেন তাঁকে সিরিজ ওপেনারে পাওয়ার আশা ক্ষীণ ৷ আগামী 22 নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৷ রোহিতকে অধিনায়ক নির্বাচিত করে ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে ভারতের ৷ সিরিজে রোহিতের ডেপুটি জসপ্রীত বুমরা ৷ যদিও স্কোয়াড ঘোষণার সময় বোর্ডের তরফে কিছু যদিও বলা হয়নি ৷ এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হোয়াইটওয়াশের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ভেসে আসে ভারত অধিনায়কের কাছে ৷

উত্তরে রোহিত বলেন, "আমি এখনও জানি না আমি যাচ্ছি কি না ৷ ফিঙ্গার ক্রসড ৷" তবে হাবেভাবে পরিষ্কার হয়তো অধিনায়ককে ছাড়াই বর্ডার-গাভাসকর ট্রফির ওপেনিং ম্য়াচ খেলতে হবে ভারতীয় দলকে ৷ সেক্ষেত্রে রোহিতের ডেপুটি বুমরার হাতেই থাকবে পারথ টেস্টে অধিনায়কত্বের ব্যাটন ৷ তবে প্রথম টেস্টে তাঁকে পাওয়ার ব্য়াপারে অনিশ্চয়তা থাকলেও দ্রুত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার ভুলে অস্ট্রেলিয়া সফরে মনোনিবেশের কথা বলেছেন রোহিত ৷

দল এবং দলের অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোহিত এদিন বলেন, "খুব বেশিদূর নিয়ে আমরা এখনই ভাবতে চাই না ৷ আমাদের ফোকাসে এখন অস্ট্রেলিয়া সফর ৷" রোহিত বলুন আর নাই বা বলুন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 0-3 ব্যবধানে হারের পর ভারতের অস্ট্রেলিয়া সফরের গুরুত্ব যে আরও বেড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না ৷ অন্যান্য দলের ফলাফলের দিকে না-তাকিয়ে ভারতকে আসন্ন ডব্লিউটিসি ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে অজিভূমে পাঁচ ম্যাচের মধ্যে অন্তত 4টি ম্যাচে জিততেই হবে ৷ অন্যথায়, ফাইনাল খেলতে হলে দৌড়ে থাকা অন্যান্যদের সিরিজে চোখ রাখতে হবে রোহিতব্রিগেডকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.