পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুনীল ঝড়ে মহমেডান স্পোর্টিংয়ে অন্ধকার, ফের এক নম্বরে বেঙ্গালুরু এফসি - MOHAMMEDAN SC IN ISL

মোহনবাগানকে নির্ভরতা দেওয়ার যে সম্ভাবনা মহমেডান স্পোর্টিং তৈরি করেছিল তা রক্ষা হল না । বুধবার কিশোরভারতী স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি'র কাছে হার সাদাকালো শিবিরের ৷

Mohammedan SC vs Bengaluru FC
সুনীল ঝড়ে মহমেডানে অন্ধকার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Sports Team

Published : Nov 27, 2024, 10:36 PM IST

Updated : Nov 27, 2024, 10:42 PM IST

কলকাতা, 27 নভেম্বর: মাঞ্জোকি। বুধসন্ধ্যার কিশোরভারতী স্টেডিয়ামে নায়ক এবং খলনায়ক একই সঙ্গে দুই ভূমিকায় । 8 মিনিটে কাশিমভের কর্নারে মাথা ছুঁইয়ে কাঙ্খিত গোল করেছিলেন মাঞ্জোকি । প্রথমবার প্রথম একাদশে শুরু করে কোচ আন্দ্রে চের্নিশভের আস্থার মর্যাদা দিয়েছিলেন । কিন্তু দিনের শেষে তিনি কিশোরভারতী স্টেডিয়ামে তিনিই খলনায়ক ।

79 মিনিটে বক্সের মধ্যে অনাবশ্যক ফাউল করে বেঙ্গালুরু এফসিকে পেনাল্টি উপহার দিলেন । যা থেকে গোল করে দলকে সমতায় ফেরান সুপারসাব সুনীল ছেত্রী । সমতা সূচক গোলটিই বেঙ্গালুরুকে জয়ের গন্ধ পাইয়ে দিয়েছিল ।

ফের এক নম্বরে বেঙ্গালুরু এফসি (নিজস্ব চিত্র)

চল্লিশে চালশে নয় । আর্ন্তজাতিক ফুটবল থেকে বুট সরিয়ে নিয়েছেন । ক্লাব ফুটবলে তিনি এখনও প্রাসঙ্গিক । পরিবর্ত হিসেবে নামেন এবং গোল করে কিংবা করিয়ে দলকে জয়ে ফেরান । ঠিক বুধসন্ধ্যার কিশোরভারতীতে যা করলেন । পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরানোর পরে ম্যাচের সংযুক্তি সময়ে জয়ের গোল তুলে নিলেন প্রকৃত স্ট্রাইকারের দক্ষতায় । জোড়া গোলে সুনীল ছেত্রী পরিবর্ত হিসেবে নেমে নায়ক । যার সামনে মহমেডানের পুরো নব্বই মিনিট অসাধারণ মরিয়া ফুটবল এবং গোলরক্ষক ভাস্কর রায়ের অনবদ্য গোলরক্ষা ফিকে, ব্যর্থ ।

শুরুটা এমন ছিল না । ঘরের মাঠে জয়ের আশায় বুক বেঁধেছিল মহমেডান । মোহনবাগান সুপার জায়ান্টকে নির্ভরতা দেওয়ার যে সম্ভাবনা মহমেডান স্পোর্টিং তৈরি করেছিল তা রক্ষা হল না । বুধবার কিশোরভারতী স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি 2-1 গোলে আন্দ্রে চের্নিশভের ছেলেদের থামিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের ফের এক নম্বরে তুলে নিয়ে আসল । 8 ম্যাচে তাদের ঝুলিতে এখন 20 পয়েন্ট । অন্যদিকে ফের জয়ের রাস্তায় ফিরতে মহমেডান স্পোর্টিং নিজেদের নিঙড়ে দিয়েছিল । কিন্তু ছোট ভুলে তাদের সেই মরিয়া লড়াই ব্যর্থ ।

কিশোরভারতী স্টেডিয়ামে মহমেডান-বেঙ্গালুরু এফসি লড়াই (নিজস্ব চিত্র)

টানা পাঁচ ম্যাচের ব্যর্থতার গ্লানি এখন চের্নিশভের সাজঘরে । সমর্থকরা ক্ষোভ দেখালেন । হতাশ মুখে সাজঘরে ফিরল সাদা-কালো ব্রিগেড । ধারেভারে বেঙ্গালুরু এফসি এগিয়ে । তবুও চের্নিশভ ম্যাচের আগের দিন বলেছিলেন তারা বেঙ্গালুরুর চ্যালেঞ্জ সামলাতে তৈরি । ইস্টবেঙ্গলকে ন’জনে পেয়েও জয় তুলতে ব্যর্থ হওয়ায় সমালোচনার ঝড়ে পড়েছিল সাদা-কালো শিবির । মাঝের বিরতিতে দলের রোগ সারিয়ে ফিরে আসার কাজটাই করেছেন চের্নিশভ । আলেক্সিসকে ডাগ-আউটে রেখে মাঞ্জোকিকে শুরুতে নামিয়ে ছিলেন । ফ্রাঙ্কার সঙ্গে মাঞ্জোকি জুটি বেঙ্গালুরু রক্ষণকে অস্বস্তিতে ফেলে । বিরতির পরে ফ্রাঙ্কার বদলে অ্যালেক্সিসকে নামিয়ে বেঙ্গালুরুকে চাপে ফেললেন । কল্পনা করা যায়নি মহমেডান হারতে পারে । তবুও অন্ধকার । কারণ সুনীল ছেত্রী । নামলেন, দলকে ছন্দে ফেরালেন এবং জোড়া গোল করে জয় তুলে নিয়ে গেলেন ।

দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর খেলা কিশোরভারতীতে উপস্থিত দর্শকদের আনন্দ দিয়েছে । এর মধ্যে খারাপ রেফারিং অব্যাহত । রেফারি ক্রিস্টাল জন এই ম্যাচে অন্তত দু’বার নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করলেন বেঙ্গালুরু এফসিকে ।

আরও পড়ুন

Last Updated : Nov 27, 2024, 10:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details