কলকাতা, 15 ফেব্রুয়ারি: জুন মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলেছে বেঙ্গল প্রিমিয়র লিগ। বাংলার ক্রিকেটে প্রথমবার এই ধরনের কর্পোরেট লিগ অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, নতুন প্রতিভার অন্বেষণ এবং তাদের গড়ে তোলার কথা চিন্তা করেই বেঙ্গল প্রিমিয়র লিগ শুরু করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম মেনে আইপিএল শেষ হওয়ার পনেরো দিন পর থেকে এই লিগ শুরু হবে।
তামিলনাড়ু, কর্ণাটকে এই লিগ রয়েছে। অনেকটা সেই আঙ্গিকেই হবে বেঙ্গল প্রিমিয়র লিগ। ক্লাব নয়, ফ্র্যাঞ্চাইজি দলগুলোই এই টুর্নামেন্টে অংশ নেবে। আইপিএলে যেসব ফ্র্যাঞ্চাইজিরা রয়েছে তাদের অনেককেই বেঙ্গল প্রিমিয়ার লিগে নতুনভাবে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চূড়ান্ত পর্বে কথাবার্তা চলেছে বলে দাবি তাঁর। সূত্রের খবর, শাহরুখ খান, সঞ্জীব গোয়েঙ্কাদের মালিকানাধীন ক্রিকেট দলের এই বেঙ্গল প্রিমিয়র লিগে খেলার জোরালো সম্ভাবনা রয়েছে।
শুধু ছেলেদের দল নয়, মেয়েদের নিয়েও বেঙ্গল প্রিমিয়র লিগ হবে। ছেলেদের আটটি দল এই লিগে অংশ নেবে। মেয়েদের ছ'টি দল খেলবে এই লিগে। মেয়েদের খেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে হবে। ছেলেদের খেলা হবে ইডেনে। এই লিগে কেবলমাত্র বাংলার খেলোয়াড়রাই অংশ নিতে পারবেন ও তাদের মধ্যে থেকে আইকন ক্রিকেটার বেছে নেওয়া হবে। বেঙ্গল ক্রিকেটার লিগের সলতে পাকানোর মধ্যেই ইডেন সংস্কারের পরিকল্পনার খবরের কথা জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট।