পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শুরু হচ্ছে ছেলে-মেয়েদের বেঙ্গল প্রিমিয়র লিগ, জেনে নিন বিস্তারিত - IPL

Bengal Premier League: ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম মেনে আইপিএল শেষ হওয়ার পনেরো দিন পর থেকে এই লিগ শুরু হবে। অর্থাৎ জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে এই লিগ ৷ শুধু ছেলেদের দল নয়, মেয়েদের নিয়েও বেঙ্গল প্রিমিয়র লিগ হবে।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি
Bengal Premier League

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 6:51 PM IST

Bengal Premier League

কলকাতা, 15 ফেব্রুয়ারি: জুন মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলেছে বেঙ্গল প্রিমিয়র লিগ। বাংলার ক্রিকেটে প্রথমবার এই ধরনের কর্পোরেট লিগ অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, নতুন প্রতিভার অন্বেষণ এবং তাদের গড়ে তোলার কথা চিন্তা করেই বেঙ্গল প্রিমিয়র লিগ শুরু করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম মেনে আইপিএল শেষ হওয়ার পনেরো দিন পর থেকে এই লিগ শুরু হবে।

তামিলনাড়ু, কর্ণাটকে এই লিগ রয়েছে। অনেকটা সেই আঙ্গিকেই হবে বেঙ্গল প্রিমিয়র লিগ। ক্লাব নয়, ফ্র্যাঞ্চাইজি দলগুলোই এই টুর্নামেন্টে অংশ নেবে। আইপিএলে যেসব ফ্র্যাঞ্চাইজিরা রয়েছে তাদের অনেককেই বেঙ্গল প্রিমিয়ার লিগে নতুনভাবে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চূড়ান্ত পর্বে কথাবার্তা চলেছে বলে দাবি তাঁর। সূত্রের খবর, শাহরুখ খান, সঞ্জীব গোয়েঙ্কাদের মালিকানাধীন ক্রিকেট দলের এই বেঙ্গল প্রিমিয়র লিগে খেলার জোরালো সম্ভাবনা রয়েছে।

শুধু ছেলেদের দল নয়, মেয়েদের নিয়েও বেঙ্গল প্রিমিয়র লিগ হবে। ছেলেদের আটটি দল এই লিগে অংশ নেবে। মেয়েদের ছ'টি দল খেলবে এই লিগে। মেয়েদের খেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে হবে। ছেলেদের খেলা হবে ইডেনে। এই লিগে কেবলমাত্র বাংলার খেলোয়াড়রাই অংশ নিতে পারবেন ও তাদের মধ্যে থেকে আইকন ক্রিকেটার বেছে নেওয়া হবে। বেঙ্গল ক্রিকেটার লিগের সলতে পাকানোর মধ্যেই ইডেন সংস্কারের পরিকল্পনার খবরের কথা জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট।

লর্ডস মেলবোর্নের ধাঁচে ইডেনকে সাজানোর পরিকল্পনা। ইতিমধ্যেই বাস্তুকারদের কাছ থেকে নকশা চাওয়া হয়েছে। যদিও বর্তমান ক্লাব হাউসের উলটো দিকে নয়া ক্লাব হাউস গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে সংস্কারের পরে ইডেনের দর্শক সংখ্যা বাড়বে এবং সেই লক্ষ্যেই যে সংস্কার; তা জানিয়েছেন তিনি । ইডেনের একটি ব্লকের অবস্থা খারাপ। সংস্কার দ্রুত প্রয়োজন। রিপোর্ট সামনে আসলে পরিস্থিতি বোঝা যাবে। সূত্রের খবর, এই তিনটি ব্লকের প্রাথমিক রিপোর্ট যা এসেছে তাতে কপালে ভাঁজ পড়েছে সিএবির।

কারণ এই তিন ব্লকের সংস্কার আইপিএলের আগে করতে গেলে বর্তমান দর্শক সংখ্যার প্রায় অর্ধেকের কাছাকাছি বাদ পড়বে। এখন 67 হাজার দর্শক ইডেনে খেলা দেখতে পারে। 25 হাজার দর্শক খেলা দেখতে পারবেন না। যদিও সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন এই ধরনের কোনও খবর তাঁর কাছে নেই। তবে এফজিএইচ ব্লক যে অনেক পুরনো এবং তার সংস্কার প্রয়োজন; তা মানছেন স্নেহাশিস। তা করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট।

আরও পড়ুন:

  1. ওরা একটু ভিন্ন ঘরানার ক্রিকেট খেলছে, তবে ইংল্যান্ডকে হারানো কঠিন নয়: জাদেজা
  2. বিধ্বংসী শতরানে দলকে জিতিয়ে অ্যাডিলেডের 'অভিশপ্ত' রাত নিয়ে মুখ খুললেন ম্যাক্সওয়েল
  3. রঞ্জিতে বেকায়দায় বাংলা, আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মনোজ তিওয়ারি

ABOUT THE AUTHOR

...view details