কলকাতা, 29 অক্টোবর: কথায় আছে সাহসীদের প্রতি নাকি সর্বশক্তিমান বাড়তি সদয় থাকেন সবসময় ৷ কিন্তু বর্তমান বাংলা দলে সেই সাহসী মানসিকতারই অভাব। সাত উইকেটে 267 রান নিয়ে অন্তিমদিন খেলা শুরু করা কেরল মঙ্গলবার ইনিংস ডিক্লেয়ার করে নয় উইকেটে 356 রান তুলে ৷ সলমন নিজার 95 রানে অপরাজিত থাকেন। গতকালের আরেক অপরাজিত ব্যাটার মহম্মদ আজহারউদ্দিন এদিন আউট হন 84 রানে। তাঁর 11টি বাউন্ডারি ও বিশাল জোড়া ছক্কায় সাড়ে তিনশো পার করে দক্ষিণের রাজ্যটি। তবে শতরান থেকে সলমন পাঁচ রান দূরে থাকা অবস্থায় কেরলের ইনিংসের পরিসমাপ্তি বিস্ময়ের।
বাংলার হয়ে ঈশান পোড়েল হাফডজন উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি। কিন্তু তা কাজে এল কই? বৃষ্টি কাঁটায় দেড়দিন নষ্ট হওয়ার পর ম্য়াচে নিষ্ফলা ড্রয়ের নীল নকশা তৈরিই ছিল। তবুও মনে হয়েছিল বাংলা রান তাড়া করে নিষ্প্রাণ ম্যাচে প্রাণ ফেরাবে। কিন্তু সে পথে হাঁটলই না লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা ৷ মন্দ আলোর কারণে খেলা শেষ হওয়ার আগে 63 ওভার ব্যাট করে তিন উইকেটে 181 রান তোলে বাংলা। অভিষেক ম্যাচে ওপেনার শুভম দে'র 67 রান উল্লেখযোগ্য। আরেক ওপেনার সুদীপ চট্টোপাধ্যায়ের ব্যাটে আবারও অর্ধশতরান ৷ করলেন 57 রান ৷ যা স্বস্তিতে রাখবে কোচ ও অধিনায়ককে ৷