পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ঋদ্ধির বিদায়ী ম্যাচে জমকালো অভিষেক সুমিতের, পঞ্জাবকে দু'শোর মধ্যে বাঁধল বাংলা - RANJI TROPHY 2024 25

পঞ্জাবকে স্বল্প রানে বেঁধেও ব্য়াটিং ব্যর্থতায় দিনের শেষে খুব একটা স্বস্তিতে নেই বাংলা ৷ ঋদ্ধির বিদায়ী ম্যাচে তবু জয়ের খোঁজে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা ৷

WRIDDHIMAN SAHA LAST MATCH
বিদায়ী ম্য়াচের শুরুতে সংবর্ধনা ঋদ্ধিকে (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Jan 30, 2025, 7:42 PM IST

কলকাতা, 30 জানুয়ারি:ঘরের মাঠে বাংলার বোলারদের দাপুটে পারফরম্যান্সের সামনে একা কুম্ভে লড়াই আনমোল মালহোত্রার ৷ তাঁর শতরানে চেপে ইডেনে বাংলার বিরুদ্ধে রঞ্জি ম্য়াচের প্রথম ইনিংসে দু'শোর কাছাকাছি পৌঁছল পঞ্জাব ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তী বাংলার সবচেয়ে বড় ক্রিকেট নক্ষত্র ঋদ্ধিমান সাহার বিদায়ী ম্য়াচ এটি ৷ আর পাপালির বিদায়ী মঞ্চে জমকালো অভিষেক হল সুমিত মোহান্তর ৷ আত্মপ্রকাশে চার উইকেট নিলেন ডানহাতি পেসার ৷

বিদায়ী ম্য়াচের শুরুতে মাঠে এদিন ঋদ্ধিকে সংবর্ধনা দেওয়া হয় সিএবি'র তরফে ৷ হাজির ছিলেন প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। পাপালিকে সিএবি'র তরফে ছিমছাম সংবর্ধনা নিঃসন্দেহে মনভালো করা ছবি। পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচের ফলাফলে নকআউটে যাওয়ার সম্ভাবনা সেই অর্থে নেই। তবুও জয় দিয়ে মরশুমে ইতি টানার লক্ষ্যে বাংলা। অবশ্যই বিদায়বেলায় দলের জয় হবে ঋদ্ধির সবচেয়ে বড় উপহার ৷ সেই লক্ষ্যে টস জিতে ইডেনে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার।

ঋদ্ধির বিদায়ী ম্যাচে জমকালো অভিষেক সুমিতের (ইটিভি ভারত)

বিদায়ী ম্যাচে প্রথম ঘণ্টা উইকেটের পিছনে দাঁড়ান ঋদ্ধি। কেরিয়ারের সায়াহ্নেও উইকেটের পিছনে একইরকম ক্ষিপ্র বছর চল্লিশের স্টাম্পার-ব্যাটার। পঞ্জাবের বিরুদ্ধে বাংলার জার্সিতে অভিষেক ঘটল সুমিত মোহান্ত এবং বিশাল ভাটির। বালুরঘাটের ছেলে সুমিত অভিষেকে নজর কাড়লেন। বিপক্ষের চার উইকেট তুলে নিলেন 58 রানে। সূরজ সিন্ধু জয়সওয়ালের নামেও চার উইকেট। বাংলার দুই পেসারের দাপটে একসময় পঞ্জাব 73 রানে ছয় উইকেট হারিয়েছিল। সেখান থেকে আনমোল মালহোত্রার অপরাজিত 106 রান পঞ্জাবকে পৌঁছে দেয় 191 রানে। সূরজ, সুমিতের পাশে দুই উইকেট উজ্বল মহম্মদ কাইফও।

বিদায়ী ম্য়াচে স্ত্রী'র সঙ্গে ঋদ্ধি (ETV Bharat)

এদিন ইডেনে খেলা দেখতে এসেছিলেন অশোক দিন্দা। সাম্প্রতিক সময়ে বাংলার ক্রিকেটের সর্বাধিক উইকেটশিকারি পেসার এদিন অভিনন্দন জানানোর পাশাপাশি সূরজ এবং সুমিতকে বকাঝকাও করলেন। 191 রানের প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে বাংলার রান দিনের শেষে চার উইকেটে 119 রান। 39 রানে ক্রিজে অপরাজিত সুমন্ত গুপ্ত ৷ নৈশপ্রহরী সূরজ সিন্ধু অপরাজিত 5 রানে। এখনও 72 রানে পিছিয়ে বাংলা।

দারুণ খেললেও অধিনায়ক অনুষ্টুপ দিনের শেষে উইকেট দিয়ে আসায় আক্ষেপ কোচ লক্ষ্মীরতন শুক্লার ৷ তবে বাকি ব্যাটসম্যানরা দ্বিতীয়দিনে অন্তত চারশো রান করবেন বলে আশাবাদী তিনি। অন্যদিকে আত্মপ্রকাশে পাঁচ উইকেট না-পাওয়ার আক্ষেপ সুমিতের। তবে সবকিছুর পরেও দিনের শেষে ইডেন ঋদ্ধিময়। স্ত্রী রোমি পুরোদিন খেলা দেখলেন। আগামী তিনদিনও আসবেন। বেটার-হাফের শেষ ম্যাচের প্রত্যেকটি মিনিটের সাক্ষী থাকতে ঋদ্ধি-ঘরণি।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details