হায়দরাবাদ, 29 ডিসেম্বর: গ্রুপ পর্বে বাকি ম্যাচগুলোতে জিতলেও একটি ম্য়াচে আটকে গিয়েছিল বাংলা ৷ তাই গ্রুপ পর্বে জিতলেও সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসের বিরুদ্ধে নামার আগে সাবধানী ছিল তাঁরা ৷ কিন্তু শেষ চারে সার্ভিসেসকে হেলায় হারিয়ে সাত বছর পর সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছে গেল বাংলা। খেলার ফল 4-2 । কোয়ার্টারের পুনরাবৃত্তি ঘটিয়ে স্কোরশিটে নাম তুললেন মনোতোষ মাজি, রবি হাঁসদা এবং নরহরি শ্রেষ্ঠা ৷ জোড়া গোল করলেন রবি ৷
হায়দরাবাদের ডেকান এরিনায় এদিন প্রথম থেকেই সার্ভিসেসের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের রাশ তুলে নেওয়ার কৌশল নিয়েছিল বাংলা। 17 মিনিটে নরহরি শ্রেষ্ঠার পাস থেকে বক্সের বাইরে থেকে মনোতোষ মাজির মাটি ঘেঁষা শটে এগিয়ে যায় বাংলা। পিছিয়ে পড়ে সার্ভিসেস সমতায় ফিরতে পাল্টা চাপ বাড়াতে থাকে। অন্যদিকে বাংলাও দলগত প্রচেষ্টায় ইনস্যুরেন্স গোল তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত প্রথমার্ধের সংযুক্তি সময়ে সফল হয় বাংলা। ফের নরহরি শ্রেষ্ঠার পাস এবং এবার তা থেকে বাংলার হয়ে ব্যবধান বাড়ান রবি হাঁসদা। সংযুক্তি সময়েই নরহরি শ্রেষ্ঠার গোলে 3-0 করে বাংলা ৷ চলতি সন্তোষ ট্রফিতে ষষ্ঠ গোলটি করে ফেললেন নরহরি।