পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মাত্র সতেরোয় লিস্ট-এ বিশ্বরেকর্ড আয়ুষের, ছাপিয়ে গেলেন যশস্বীকে - AYUSH MHATRE CREATES HISTORY

বাইশ গজে বিশ্বরেকর্ড গড়লেন আয়ুষ মাতরে ৷ ভেঙে দিলেন যশস্বী জয়সওয়ালের পাঁচ বছরের রেকর্ড ৷

AYUSH MHATRE
আয়ুষ মাতরে (MUMBAI CRICKET ASSOCIATION)

By ETV Bharat Sports Team

Published : Dec 31, 2024, 5:30 PM IST

আমেদাবাদ, 31 ডিসেম্বর: মাত্র 17 বছর বয়সে ক্রিকেট ইতিহাসে নাম তুলে ফেললেন আয়ুষ মাতরে ৷ বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে দেড়শত রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ডে নাম তুললেন তিনি ৷ আর বিশ্বরেকর্ড গড়ার পথে প্রতিশ্রুতিমান তারকা এদিন ছাপিয়ে গেলেন ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সওয়ালকে ৷ কনিষ্ঠ ব্যাটার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে দেড়শত রানের ইনিংস খেললেন মুম্বই ব্যাটার ৷

এর আগে এই নজির ছিল যশস্বীর নামে ৷ মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নাগাল্যান্ডের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির গ্রুপ-সি'র ম্য়াচে 181 রানের ইনিংস খেলেন আয়ুষ ৷ মাত্র 17 বছর 168 দিনে দেড়শত রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েন তিনি ৷ এত কম বয়সে লিস্ট-এ ক্রিকেটে দেড়শত রানের নজির আর কোনও ব্য়াটারের নেই ৷ আয়ুষ মাতরের আগে গত পাঁচ বছর ধরে এই রেকর্ড ছিল যশস্বীর দখলে ৷ 2019 সালে মুম্বইয়ের হয়েই ঝাড়খণ্ডের বিরুদ্ধে 203 রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় টেস্ট দলের বর্তমান ওপেনার ৷ তখন তাঁর বয়স ছিল 17 বছর 291 দিন ৷

মঙ্গলবার ওপেনে নেমে আয়ুষ মাতরের 181 রানের ইনিংস মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে পঞ্চম সর্বাধিক (ব্যক্তিগত) রানের ইনিংস ৷ অংকৃষ রঘুবংশীর সঙ্গে মুম্বই ইনিংসের গোড়পত্তনে নেমে 117 বল খেলে 15টি চার এবং 11টি ছক্কা হাঁকান সতেরোর কিশোর ৷ ওপেনিংয়ে রঘুবংশীর সঙ্গে আয়ুষের জুটিতে আসে 156 রান ৷ তাঁর ব্য়াটে ভর করেই প্রথমে ব্য়াট করে এদিন 403 রান স্কোরবোর্ডে তোলে মুম্বই ৷ জবাবে নয় উইকেটে 214 রানের বেশি তুলতে পারেনি নাগাল্যান্ড ৷ 189 রানে ম্য়াচ জেতে মুম্বই ৷

লিস্ট-এ ক্রিকেটে দেড়শত রানের ইনিংস খেলা কনিষ্ঠ চার:

  1. আয়ুষ মাতরে (মুম্বই) - 17 বছর 168 দিন
  2. যশস্বী জয়সওয়াল (মুম্বই) - 17 বছর 291 দিন
  3. রবিন উথাপ্পা (কর্ণাটক)- 19 বছর 63 দিন
  4. টম প্রেস্ট (হ্যাম্পশায়ার)- 19 বছর 163 দিন ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details