আমেদাবাদ, 31 ডিসেম্বর: মাত্র 17 বছর বয়সে ক্রিকেট ইতিহাসে নাম তুলে ফেললেন আয়ুষ মাতরে ৷ বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে দেড়শত রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ডে নাম তুললেন তিনি ৷ আর বিশ্বরেকর্ড গড়ার পথে প্রতিশ্রুতিমান তারকা এদিন ছাপিয়ে গেলেন ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সওয়ালকে ৷ কনিষ্ঠ ব্যাটার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে দেড়শত রানের ইনিংস খেললেন মুম্বই ব্যাটার ৷
এর আগে এই নজির ছিল যশস্বীর নামে ৷ মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নাগাল্যান্ডের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির গ্রুপ-সি'র ম্য়াচে 181 রানের ইনিংস খেলেন আয়ুষ ৷ মাত্র 17 বছর 168 দিনে দেড়শত রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েন তিনি ৷ এত কম বয়সে লিস্ট-এ ক্রিকেটে দেড়শত রানের নজির আর কোনও ব্য়াটারের নেই ৷ আয়ুষ মাতরের আগে গত পাঁচ বছর ধরে এই রেকর্ড ছিল যশস্বীর দখলে ৷ 2019 সালে মুম্বইয়ের হয়েই ঝাড়খণ্ডের বিরুদ্ধে 203 রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় টেস্ট দলের বর্তমান ওপেনার ৷ তখন তাঁর বয়স ছিল 17 বছর 291 দিন ৷