পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্যাটে-বলে নজর কাড়লেন স্টোয়নিস, জয় দিয়ে যাত্রা শুরু 'বিশ্বকাপজয়ী'দের - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

AUS vs OMAN: ওমানকে উড়িয়ে বিশ্বকাপে যাত্রা শুরু অজিদের ৷ বার্বাডোজের ব্রিজটাউনে ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ছ'টায় ম্যাচ শুরু হয় অস্ট্রেলিয়া ও ওমানের ৷ স্টোয়নিস ও ওয়ার্নারের দাপটে ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখাল অজি বাহিনী ৷ ব্যাটে ও বলে অনবদ্য মার্কাস স্টোয়নিস ৷

AUS vs OMAN
মার্কাস স্টোয়ানিসের ব্যাটিং ও বোলিং (আইসিসি এক্স হ্য়ান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 11:28 AM IST

Updated : Jun 6, 2024, 12:26 PM IST

ব্রিজটাউন, 6 জুন:'বিশ্বকাপজয়ী'রা জয় দিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করল ৷ বল হাতে উইকেটের পর উইকেট ৷ তেমনই ব্যাট হাতে ঝড় তুললেন মার্কাস স্টোয়নিস ৷ বৃহস্পতিবার ব্যাট হাতে চার-ছক্কা হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নারও ৷ যার দরুণ ওমানকে 39 রানে উড়িয়ে মিচেল মার্স বাহিনী খাতা খুুলল ৷

গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এক দিনের বিশ্বকাপ জিতেছে ব্যাগি গ্রিন্স। এবার টি-20 বিশ্বকাপ জিতলে ঐতিহাসিক নজির তৈরি করবে অস্ট্রেলিয়া। তবে ওমান জিততে না-পারলেও তাঁদের লড়াই মন জিতেছে ক্রিকেটভক্তদের। অস্ট্রেলিয়ার মতো দলকে ওমানের বোলাররা যথেষ্ট টক্কর দিলেন ৷ এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক আকিব ইলিয়াস ৷ ব্যাট করতে নেমে ওপেনিংয়ে দারুণ শুরু করেন ডেভিড ওয়ার্নার ৷ 51 বলে 56 রান করেন তিনি ৷ 6টি চার ও 1টি ছক্কা হাঁকান ৷ ট্র্যাভিস হেড 12 রান করেন ৷ 14 রানে সাজঘরে ফিরে যান অধিনায়ক মিচেল মার্শ ৷ তবে হতাশ করেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ শূন্যতেই তাঁকে ফিরতে হয় ৷

তবে ব্যাটে দাপট দেখান স্টোয়নিস ৷ 36 বলে 67 রানের ঝোড়ো ইনিংসে দলকে লড়াকু রানের লক্ষ্য়মাত্রায় পৌঁছে দেন ৷ 20 ওভারে পাঁচ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া 164 রান তোলে ৷ ওমান বোলার মোহরান খান হাত ঘুরিয়ে পান 2টি উইকেট ও একটি করে উইকেট পান বিলাল খান, কালিমুল্লাহ ৷ জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 125 রান করে আনকোরা ওমান। গত ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ সুপার ওভারে নিয়ে গিয়েছিলেন ওমানের বোলাররা, এদিনের ম্যাচেও অস্ট্রেলিয়ার তারকা খচিত ব্যাটিং লাইন আপের সঙ্গে ভালোই লড়াই দিলেন ওমানে বোলাররা। তাতেই বড় রান তুলতে পারলেন না ওয়ার্নার, হেডরা।

Last Updated : Jun 6, 2024, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details