পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চিনের পর ধরাশায়ী জাপান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ভারতীয় হকি দল - ASIAN CHAMPIONS TROPHY HOCKEY 2024 - ASIAN CHAMPIONS TROPHY HOCKEY 2024

INDIA BEAT JAPAN IN HOCKEY: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ভারতীয় হকি দল ৷ প্রথম ম্য়াচের পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জিতল অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা ৷ জাপানের বিরুদ্ধে ভারতের জয় এল 5-1 গোলে ৷

INDIA BEAT JAPAN
ফাইল ছবি (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Sep 9, 2024, 6:32 PM IST

হুলুনবুইর (চিন), 9 সেপ্টেম্বর: রবিবার চিনকে 3-0 গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা চ্যাম্পিয়নের মতই করেছে ভারতীয় হকি দল ৷ সোমবার দ্বিতীয় ম্যাচে জাপানকে আরও বড় ব্য়বধানে হারিয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্য়াচে ভারত জিতল 5-1 গোলে ৷ প্যারিসে ব্রোঞ্জজয়ীদের হয়ে এদিন জোড়া গোল করলেন সুখজিৎ সিং, এছাড়া স্কোরশিটে নাম তুললেন অভিষেক নইন, সঞ্জয় রানা ও উত্তম সিং ৷

জাপানের বিরুদ্ধে এদিন ম্য়াচ শুরু হওয়ার দ্বিতীয় মিনিটেই গোল তুলে নেয় ভারত ৷ পরের মিনিটে কার্যত একক দক্ষতায় প্রতিপক্ষ ডিফেন্সকে বোকা বানিয়ে অভিষেক ৷ প্রথমার্ধে ভারতের তৃতীয় গোলটি আসে দ্বিতীয় কোয়ার্টারে ৷ পেনাল্টি কর্নার থেকে 3-0 করেন সঞ্জয় রানা ৷ টুর্নামেন্টে ভারতের টানা দ্বিতীয় জয় নিশ্চিত হয়ে যায় তখনই ৷

তৃতীয় কোয়ার্টারে ভারত গোল করতে না-পারলেও একটি গোল ফিরিয়ে দিয়ে ম্য়াচে ফেরার বার্তা দেয় জাপান ৷ 41 মিনিটে ব্য়বধান 1-3 করেন মাৎসুমোতো কাজুমাতা ৷ তবে জাপানকে ম্যাচে জাঁকিয়ে বসতে দেয়নি ভারত ৷ তৃতীয় কোয়ার্টারে গোল না-পেলেও চতুর্থ কোয়ার্টারে জোড়া গোল তুলে নিয়ে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বের পাঁচ নম্বর ভারত ৷

54 মিনিটে উত্তম সিংয়ের গোলটিও ফিল্ড গোল ৷ জারমনপ্রীত সিংয়ের বাড়ানো বল ধরে 4-1 করেন উত্তম ৷ এরপর ম্য়াচের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ণ করেন সুখজিৎ ৷ আগামী বুধবার মালয়েশিয়ার বিরুদ্ধে প্রতিযোগিতার তৃতীয় ম্যাচ ভারত ৷ যাদের হারিয়ে গতবার খেতাব জিতেছিল হরমনপ্রীত ব্রিগেড ৷ এদিন চিনের কাছে 2-4 গোলে পরাজিত হয়েছে মালয়েশিয়া ৷ অন্য ম্য়াচে কোরিয়ার বিরুদ্ধে 2-2 ড্র করেছে পাকিস্তান ৷ গ্রুপ পর্বের প্রথম চার দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে ৷ দু'ম্য়াচে 6 পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details