নিউইয়র্ক, 13 জুন: ভারতীয় বোলার হিসেবে ইতিহাস গড়লেন বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 4 ওভার বল করে মাত্র 9 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন তিনি ৷ যা টি20 বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং ৷ মার্কিন যুক্তরাষ্ট্রকে 20 ওভারে 110 রানে বেঁধে রাখতে আর্শদীপের বোলিংয়ের অবদান সবচেয়ে বেশি ছিল ৷ ম্যাচের সেরাও হয়েছেন তিনি ৷
ভারতের হয়ে টি20 বিশ্বকাপে সেরা বোলিং ফিগার
আর্শদীপ সিং- মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 9 রানে 4 উইকেট, 2024 সাল
রবিচন্দ্রন অশ্বিন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 11 রান দিয়ে 4 উইেকট, 2014 সাল
হরভজন সিং- ইংল্যান্ডের বিরুদ্ধে 12 রান দিয়ে 4 উইকেট, 2012 সাল
আরপি সিং- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 13 রান দিয়ে 4 উইকেট, 2007 সাল
জাহির খান- আয়ারল্যান্ডের বিরুদ্ধে 19 রান দিয়ে 4 উইকেট, 2009 সাল
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতের ম্যাচে রোহিত শর্মা টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ প্রথম ওভারেই আর্শদীপ জোড়া শিকার করেন ৷ এরপর যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারন জোন্স সাময়িক প্রতিরোধ তৈরি করেন ৷ কিন্তু, হার্দিক পান্ডিয়ার শিকার হন তিনি ৷ চতুর্থ উইকেটটি নেন অক্ষর প্যাটেল ৷ ভয়ংকর দেখা উইলিয়ামসকে বোল্ড করেন তিনি ৷ এরপর আর্শদীপ সিং আরও দু’টি উইকেট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটিংকে 110 রানে আটকে দেন ৷ আর্শদীপ টি20 বিশ্বকাপে প্রথম ওভারে দু’টি ও প্রথম বলে উইকেট নেওয়ার রেকর্ড করেছেন ৷ এর আগে কোনও ভারতীয় বোলার টি20 বিশ্বকাপে তা করতে পারেননি ৷
টি20 বিশ্বকাপের আরও খবর জানতে...
উইকেট নেওয়ার পাশাপাশি, 4 ওভারের স্পেলে 17টি ডট বল করেছেন ৷ অর্থাৎ, প্রায় 3 ওভারে মেডেন করেছেন আর্শদীপ ৷ আগামী 15 জুন ফ্লোরিডায় ভারতের পরের ম্যাচে প্রতিপক্ষ কানাডা ৷ এরপর ভারত 20 জুন তাদের প্রথম সুপার এইটের ম্যাচ খেলতে নামবে ৷ 22 জুন সুপার এইটের দ্বিতীয় ম্যাচ রোহিত শর্মার দলের ৷ আর তিন নম্বর ম্যাচটি ভারত খেলবে 24 জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ 20 জুনের ম্যাচ গ্রুপ-সি থেকে এক নম্বর দলের বিরুদ্ধে খেলবে ভারত ৷ অন্যদিকে, 22 জুন ভারতের ম্যাচ গ্রুপ-ডি’র দু’নম্বর দলের সঙ্গে ৷