কলকাতা, 21 সেপ্টেম্বর: দিল্লি হাইকোর্টের নির্দেশে পুনরায় খতিয়ে দেখার পর ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলিকে ইস্টবেঙ্গলে খেলার ব্যাপারে এনওসি দিয়েছে। সবমিলিয়ে চার মাসের নিষেধাজ্ঞার (খেলার ব্যাপারে) পাশাপাশি প্রাথমিকভাবে জরিমানার নির্দেশও আপাতত স্থগিত রাখা হয়েছে সংশ্লিষ্ট ফুটবলার, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি'র উপরে ৷ ফলত, আগামী 30 সেপ্টেম্বরের আগে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে জোড়া ম্য়াচে আনোয়ারকে দেখতে পাওয়ার অপেক্ষায় লাল-হলুদ জনতা ৷ যার প্রথম ম্যাচ রবিবার কোচিতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৷
সব ঠিক থাকলে গতবছর মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে রক্ষণের দুই স্তম্ভ হেক্টর ইউস্তে এবং আনোয়ার আলি জুটির অভিষেক হতে চলেছে রবিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৷ শুক্রবারই দল নিয়ে কোচিতে উড়ে গিয়েছেন কার্লেস কুয়াদ্রাত ৷ পৌঁছে সন্ধেয় কোচিতে অনুশীলনও করে ইস্টবেঙ্গল। পরে কলকাতা লিগ খেলা পাঁচ ফুটবলারকে নিয়ে বিনো জর্জ পৌঁছন কোচিতে। যদিও আইএসএলের দ্বিতীয় ম্যাচে নামার আগে আনোয়ারের অভিষেক আকর্ষণের কেন্দ্রে ৷
কোচিতে উড়ে যাওয়ার আগে কলকাতায় অনুশীলনে হেক্টরের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ারকে খেলিয়েছেন কোচ কুয়াদ্রাত। ফলে ম্যাচে এই জুটি দেখতে না-পেলেই অবাক হবেন লাল-হলুদ জনতা। যদিও শনিবার সাংবাদিকদের এ ব্য়াপারে কিছু বলেননি স্প্য়ানিশ কোচ। বিষয়টি জল্পনাতেই রাখলেন তিনি। চলতি আইএসএল মরশুমের শুরুটাও ভাল হয়নি ইস্টবেঙ্গলের। এসিএল-2 যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থতা, ডুরান্ডে ব্যর্থতার পর আইএসএলে বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধেও প্রথম ম্যাচে হারতে হয়েছে দলকে ৷ বেঙ্গালুরুর বিরুদ্ধে মাদিহ তালালকে পরিবর্ত হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু কেরালার বিরুদ্ধে আনোয়ার এসে যাওয়ায় প্রথম একাদশে সাউল ক্রেসপো, তালাল এবং দিমিত্রি দিয়ামানতোকোস বা ক্লেটন সিলভাকে শুরু থেকেই খেলাতে পারবেন কুয়াদ্রাত। সম্ভবত দুই সাইড-ব্যাকে খেলবেন গুরসিমরত গিল এবং মার্ক জোথানপুইয়া। সেক্ষেত্রে বসবেন হিজাজি মাহের।
শনিবার সাংবাদিক বৈঠকে কুয়াদ্রাত বলেন, "আমরা সবেমাত্র মরশুম শুরু করেছি। গত ম্যাচে জিততেও পারতাম। খেলায় এরকম হতেই পারে। দলের ফুটবলারদের মনোভাব নিয়ে কোনও অভিযোগ নেই।" তবে কোচি থেকে ছবি বদলাতে চান লাল-হলুদের মসিহা। কেরলের বিরুদ্ধে পুরো পয়েন্ট নিয়েই ফিরতে চান তিনি। বলছেন, "আমরা লড়াই করব। ভাল খেলে তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে চাই।"