হায়দরাবাদ, 11 ফেব্রুয়ারি: বিলেতের 'দ্য হান্ড্রেড' ক্রিকেট লিগে আরও এক ভারতীয় শিল্পপতির প্রবেশ ৷ সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ, কাব্য মারান মালিকানাধীন সান গ্রুপ আগেই একটি করে ফ্র্যাঞ্জাইজির মালিকানা কিনেছিল 100 বলের এই প্রতিযোগিতায় ৷ এবার সারে কাউন্টি ক্লাবের সঙ্গে গাঁটছড়ায় লন্ডনের ওভাল ইনভিন্সিবলস ফ্র্যাঞ্চাইজির 49 শতাংশ শেয়ার কিনল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৷ সোমবারই এই ঘোষণা এসেছে সংস্থার তরফে ৷
লন্ডনের এই ফ্র্যাঞ্চাইজি 'দ্য হান্ড্রেড' লিগে এখনও পর্যন্ত সবচেয়ে সফল ৷ ফ্র্য়াঞ্চাইজির পুরুষ এবং মহিলা উভয় দলই দু'বার করে প্রতিযোগিতায় শিরোপা জিতেছে এখনও পর্যন্ত ৷ ওভাল ইনভিন্সিবিলসের সর্বমোট ভ্যালুয়েশন 123 মিলিয়ন গ্রেট ব্রিটেন পাউন্ড ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্র্য়াঞ্চাইজির মালিকানা কিনতে 60 মিলিয়ন জিবিপি খরচ করতে হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক সংস্থাকে ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ সাড়ে 600 কোটি টাকার কাছাকাছি ৷
ওভাল ইনভিন্সিবলসের শেয়ার কেনার সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে পঞ্চম ফ্র্যাঞ্চাইজির মালিক হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷ মুম্বই ইন্ডিয়ান্স (আইপিএল ও ডব্লিউপিএল) ছাড়াও দেশের সবচেয়ে বড় ধনকুবেরের হাতে রয়েছে এমআই কেপটাউন (এসএ-20), এমআই এমিরেটস (আইএলটি-20), এমআই নিউইয়র্ক (মেজর লিগ ক্রিকেট) ফ্র্য়াঞ্চাইজির মালিকানা ৷ সম্প্রতি প্রোটিয়ার দেশে এসএ-20 লিগে চ্য়াম্পিয়ন হয়েছে এমআই কেপটাউন ৷ সেক্ষেত্রে ওভাল ইনভিন্সিবল ফ্র্যাঞ্চাইজির অর্ধেক মালিকানা পাওয়ার বিষয়টি আম্বানির সংস্থার কাছে 'ডাবল ডিলাইট' ৷