কলকাতা, 1 এপ্রিল: কুস্তি, ফুটবলের জাতীয় স্তরে এতদিন মহিলা ক্রীড়াবিদদের নিগৃহীত হওয়ার খবর সামনে আসছিল। এবার এই রাজ্যে কন্যাশ্রী কাপের দ্বিতীয় ডিভিশন মহিলা ফুটবলারকে নিগ্রহের অভিযোগ উঠল । রাজ্যের মেয়েদের ফুটবল লিগে দুটো ডিভিশন রয়েছে । দুটো ডিভিশনই কন্যাশ্রী কাপ নামে পরিচিত । মেয়েদের এই ফুটবল লিগের নামকরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত । ফলে সেই প্রতিযোগিতায় মেয়ে ফুটবলারদের নিগৃহীত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই আলোড়ন শুরু হয়েছে ।
উলুবেড়িয়া স্টেডিয়ামে রবিবার বিকেলে কন্যাশ্রী কাপের দ্বিতীয় ডিভিশনের ম্যাচ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল । গ্রুপ ম্যাচে দীপ্তি সংঘ ও জিসি রায় মেমোরিয়াল ক্লাব মুখোমুখি হয়েছিল । দীপ্তি সংঘের অভিযোগ, ম্যাচ শেষে জিসি-র কিছু কর্তা দীপ্তির মহিলা ফুটবলারদের মারধর করে । পরবর্তীতে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিত সামলায় । যদিও শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ করেনি কোনও পক্ষই । এই ম্যাচটি ছিল গ্রুপের শীর্ষস্থান নির্ণয়ের লড়াই । ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করে জয় তুলে নেয় জিসি । সূত্রের খবর, শুরু থেকেই ম্যাচের মেজাজ ছিল চড়া । ফলে খেলায় বারবার বিতর্কে জড়িয়ে পড়ছিলেন দু'দলের ফুটবলাররা । ম্যাচ শেষেও তার রেশ রয়ে যায় । ফুটবলাররা মাঠ ছাড়ার সময়ও তপ্ত পরিস্থিতি ছিল ।
ফলস্বরূপ প্রথমে দু'পক্ষের মধ্যে মৌখিক দোষারোপ শুরু হলেও পরে তা হাতাহাতিতে পরিণত হয়ে যায় ৷ মহিলা ফুটবলারদের মারামারিতে ফলে কিছুটা হতভম্বতার আবহ সৃষ্টি হয় । প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে স্টেডিয়াম কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন ও পুলিশে খবর দেন । দীপ্তি সংঘের সচিব সুদেষ্ণা মুখোপাধ্যায়ের অভিযোগ, "ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের কিছু কর্তা আমার ফুটবলারদের অশ্লীল ভাষায় আক্রমণ শুরু করে । তারাই ম্যাচ শেষে মেয়েদের উপর চড়াও হয় । এই ঘটনায় আমার কয়েকজন ফুটবলার সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়ে ।"