রাঁচি, 23 ফেব্রুয়ারি: রাঁচির পিচে অভিষেক টেস্টে আগুন ঝড়ালেন আকাশ দীপ ৷ প্রথম স্পেলেই ইংল্যান্ডের দুই ওপেনার-সহ টপ অর্ডারের তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরালেন বাংলার পেসার ৷ তাঁর শিকারের তালিকায় জ্যাক ক্রলি, বেন ডাকেট এবং ওলি পোপ ৷ আজ শুরু থেকেই গতি ও বাউন্সে ইংল্যান্ড ওপেনারদের সমস্যায় ফেলছিলেন ৷ তবে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আকাশকে ৷ একই ওভারে বেন ডাকেট এবং ওলি পোপের উইকেট নিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন বাংলার পেস বোলিং অলরাউন্ডার ৷
অন্যদিকে, চতুর্থ টেস্ট শুরু আগে জল্পনা চলছিল ভারত চার স্পিনারে খেলতে পারে ৷ কিন্তু, পিচের চরিত্র কেমন হবে ? তা নিয়ে দুই শিবিরই ধন্দে ছিল কিছুটা ৷ তাই দুই পেসার ও তিন স্পিনার নিয়ে প্রথম একাদশ তৈরি করেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা ৷ আকাশ দীপের প্রথম টেস্ট শিকার হলেন বেন ডাকেট ৷ তবে, ম্যাচের চতুর্থ ওভারেই জ্যাক ক্রলির অফস্টাম্প উড়িয়ে দিয়েছিলেন তিনি ৷ কিন্তু, আম্পায়ার সেটিকে নো-বল ঘোষণা করেন ৷ ফলে প্রথম টেস্ট উইকেটের জন্য খানিকটা অপেক্ষা করতে হয় তাঁকে ৷
আকাশের দ্বিতীয় উইকেটটি একই ওভারে আসে ৷ ওলি পোপকে লেগ বিফর আউট করেন তিনি ৷ তবে, এর জন্য ডিআরএস নেন রোহিত শর্মা ৷ আর তারপরের ওভারেই জ্যাক ক্রলিকে প্যাভিলিয়নের রাস্তা দেখান আকাশ দীপ ৷ অভিষেক টেস্টে এই দুরন্ত পারফর্ম্যান্সে টিম ম্যানেজমেন্টকে ভরসা জোগালেন তিনি ৷ ফলে জসপ্রীত বুমরাকে সিরিজের শেষ টেস্টেও বিশ্রাম দেওয়ার যে ভাবনা টিম ম্যানেজমেন্টের ছিল, তা কার্যকরী হলে অবাক হওয়ার কারণ নেই ৷