পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মাদ্রিদে মিলানের রাজ ! ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কী হল ?

বার্সেলোনার কাছে 4 গোলে হার ৷ এবার মাদ্রিদে এসে রিয়ালকে 3 গোল দিয়ে গেল এসি মিলান ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হঠাৎ কী হল ?

Real Madrid vs AC Milan
ফের পয়েন্ট হারাল কার্লো আন্সেলোত্তির ছেলেরা (AFP)

By ETV Bharat Sports Team

Published : Nov 6, 2024, 11:40 AM IST

মাদ্রিদ, 6 নভেম্বর: বার্সেলোনা ম্যাচে হারের পর এসি মিলানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে তৈরি ছিল রিয়াল মাদ্রিদ ৷ স্ট্রাইকারদের ব্যর্থতায় সেই অপেক্ষা আরও বাড়ল ৷ ঘরের মাঠে এসি মিলানের কাছে ‘বিধ্বস্ত’ লস ব্ল্যাঙ্কোস ৷ সান্তিয়াগো বের্নাব্যুতে লুকা মদ্রিদ, ভিনিসিয়াস জুনিয়ররা হারল 3-1 গোলে ৷ 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 17 নম্বরে টুর্নামেন্টের সফলতম ক্লাব ৷

উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও এসি মিলান ৷ ক্লাব ফুটবলের কুলীন ফর্ম্যাটে ইতিহাসে সবচেয়ে দুই সফল ক্লাবের দ্বৈরথে মাদ্রিদকে উড়িয়ে দিল মিলান ৷ এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে হারের পর ফের পয়েন্ট হারাল কার্লো আন্সেলোত্তির ছেলেরা ৷ ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল মিলান ৷ মালিক থিয়াউয়ের গোলে লিড নিয়েছিল ইতালির ক্লাব ৷ স্পটকিক থেকে ভিনিসিয়াস গোল শোধ করলেও শেষ রক্ষা হল না ৷ প্রথমার্ধের শেষে দলকে ফের এগিয়ে দেন আলভারো মোরাতা ৷ দ্বিতীয়ার্ধে রিয়ালের জালে বল জড়ান তিজ্জানি রেইজেনডার্স ৷

নয়া ফর্ম্য়াটে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ৷ ব়্যাংকিং রাউন্ডে প্রত্যেক ক্লাবকে আটটি ক্লাবের বিরুদ্ধে একটি করে ম্য়াচ (4টি হোম, 4টি অ্যাওয়ে) খেলতে হবে ৷ লিগ টেবিলের প্রথম আটটি দল সরাসরি পৌঁছে যাবে শেষ প্রি-কোয়ার্টার ফাইনালে ৷ পরের 16টি দলকে শেষ ষোলোয় যাওয়ার জন্য প্লে-অফ খেলতে হবে ৷

এই মুহূর্তে 17 নম্বরে আছে ভিনিসিয়াস জুনিয়ররা ৷ 27 নভেম্বর তারা নামবে লিভারপুলের বিরুদ্ধে ৷ ব্রেস্ট ও আটালান্টার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও খেলতে হবে মাদ্রিদকে ৷ ফলে চ্যাম্পিয়ন্স লিগে লড়াইটা ক্রমশ কঠিন হচ্ছে 15বারের ট্রফিজয়ীদের জন্য ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details