পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গোড়ালি মচকাল অভিষেকের, দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত ইডেন জয়ের নায়ক - ABHISHEK SHARMA INJURY

চেন্নাই ম্য়াচের আগের সন্ধেয় ধাক্কা ভারতীয় শিবিরে ৷ অনুশীলনে গোড়ালি মচকে গেল ইডেনে বিধ্বংসী ব্যাটিং করা অভিষেক শর্মার ৷

ABHISHEK SHARMA
অভিষেক শর্মা (ANI)

By ETV Bharat Sports Team

Published : Jan 24, 2025, 10:35 PM IST

চেন্নাই, 24 জানুয়ারি: দ্বিতীয় টি-20'তে নামার আগের সন্ধেয় খারাপ খবর ভারতীয় শিবিরে ৷ চেন্নাই ম্যাচের আগেরদিন অর্থাৎ, শুক্রবার সন্ধেয় অনুশীলনে ডান পায়ের গোড়ালি মচকে গেল অভিষেক শর্মার ৷ যাঁর বিধ্বংসী ব্যাটে ইডেনে সহজ জয় পেয়েছিল ভারত ৷

ম্যাচের আগের সন্ধেয় অভিষেকের চোট নিঃসন্দেহে বড় ধাক্কা ভারতীয় শিবিরের জন্য ৷ সংবাদসংস্থা আইএএনএস'কে এক বিশেষ সূত্র জানিয়েছে, শুক্রবার অনুশীলনে রুটিনমাফিক গা-ঘামানোর সময় ডান পায়ের গোড়ালি মচকে যায় ওপেনিং ব্য়াটারের ৷ প্রাথমিকভাবে যন্ত্রণায় কাতরাতে থাকেন বাঁ-হাতি ব্য়াটার ৷ ছুটে আসতে হয় ফিজিয়োকে ৷

প্রাথমিক শুশ্রূষার পর অভিষেক নিজের পায়ে দাঁড়ালেও ব্যাটিং ড্রিলে আর অংশ নেননি তিনি ৷ সবমিলিয়ে শনিবারের ম্য়াচে ভারতীয় ওপেনারের খেলা নিয়ে প্রবল সংশয় দেখা দিয়েছে ৷ যদিও এ বিষয়ে ভারতীয় দলের তরফে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি ৷ তবে অভিষেক ছিটকে গেলে তা নিঃসন্দেহে ধাক্কা ভারতীয় দলের জন্য ৷ সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের সঙ্গে মিডল-অর্ডার ব্য়াটার তিলক বর্মাকে শনিবার চিপকে ওপেনে নামতে দেখা যেতে পারে ৷ নতুবা ধ্রুব জুরেলকে পরিবর্ত হিসেবে দেখা যেতে পারে ৷ সমস্যা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে দু'জনের কেউই ওপেনার হিসেবে পরীক্ষিত নন এখনও ৷

ইডেনে 133 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 34 বলে 79 রানের ইনিংস এসেছিল অভিষেক শর্মার ব্য়াটে ৷ ওপেনারের চোটের কারণে দ্বিতীয় টি-20 ম্যাচের একাদশে ভারতীয় দল একটি পরিবর্তন করতে বাধ্য হলেও বাকি দল হয়তো অপরিবর্তিতই থাকবে ৷ চিপকের টার্নিং পিচের কথা মাথায় রেখে ইডেন ম্য়াচের মতই তিন স্পিনারে যেতে পারে দল ৷ সেক্ষেত্রে মহম্মদ শামির প্রত্যাবর্তন আরও বিলম্বিত হবে বৈকি ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details