প্যারিস, 11 অগস্ট: ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক্সে দেশের প্রথম সোনাজয়ী অ্যাথলিট অভিনব বিন্দ্রাকে মহাসম্মানে সম্মানিত করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৷ অলিম্পিক্স মুভমেন্টে তাঁর বিশেষ অবদানের জন্য রাইফেল শুটারকে 'অলিম্পিক অর্ডার' সম্মানে ভূষিত করল আইওসি, যা সংস্থার তরফে দেওয়া সর্বোচ্চ সম্মান ৷ শনিবার আইওসি'র 142তম সেশনে বিন্দ্রাকে অলিম্পিক অর্ডারে ভূষিত করা হয় ৷
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দেওয়া মহাসম্মানে স্বভাবতই খুশি বিন্দ্রা ৷ সম্মান পেয়ে বেজিং অলিম্পিক্সের সোনাজয়ী বলেন, "আমি যখন ইয়ং ছিলাম তখন অলিম্পিক্স রিংয়েই খুঁজে পেয়েছিলাম জীবনের মানে ৷" বিন্দ্রা আরও বলেন, "দু'দশকেরও বেশি সময় ধরে অলিম্পিক্সের স্বপ্নটাকে অনুধাবন করাটাও বিশেষ সম্মানের ৷ অলিম্পিক্স মুভমেন্টের জন্য কিছু করার প্রচেষ্টা আমার প্যাশনের মধ্যে পড়ে ৷ সবমিলিয়ে এটা একটা সম্মানের বিষয় ৷"
2018 থেকে আইওসি অ্য়াথলিটস কমিশনের ভাইস-চেয়ার পদেও রয়েছেন বছর একচল্লিশের বিন্দ্রা ৷ তাঁর কথায়, এই সম্মান আগামীতে অলিম্পিক্স মুভমেন্টে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে ৷ উল্লেখ্য, অলিম্পিক্স মুভমেন্টে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তিগতভাবে অলিম্পিক অর্ডার সম্মান প্রদান করা হয় আইওসি'র তরফে ৷
অলিম্পিক্সে সোনা জয় কিংবা রাইফেল শুটার হিসেবে শুটিং বিশ্বকাপে প্রথম সোনা আনার মধ্যে আটকে নেই বিন্দ্রার অলিম্পিক্স জার্নি ৷ শুটিং সার্কিটে তাঁর বিশেষ অবদানের জন্য 2018 সালে 'ব্লু ক্রস' সম্মান পেয়েছেন তিনি ৷ যা আন্তর্জাতিক শুটিং ফেডারেশনের সর্বোচ্চ সম্মান ৷ এছাড়া দেশে অলিম্পিক্সের প্রচারে খেলাধূলার প্রসার ঘটাতেও উদ্যোগী হয়েছেন বিন্দ্রা ৷ অ্যাথলিট কমিশনের পাশাপাশি আইওসি'র এডুকেশন কমিশনেরও সদস্য ভারতীয় শুটার ৷ আট বছর ধরে রয়েছেন আন্তর্জাতিক শুটিং ফেডারেশনের অ্য়াথলিটস কমিটিতেও ৷ এই সকল দায়িত্ব কাঁধে কেবল দেশ নয়, বরং বিশ্বব্যাপী অ্যাথলিটদের উদ্বুদ্ধ করে চলেছেন অভিনব বিন্দ্রা ৷