পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লক্ষ্যের অদূরে সেন, কোয়ার্টারে নামছেন হরমনপ্রীতরা; প্যারিসে নবম দিনে একনজরে ভারত - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Paris 2024 Olympics Day 9 Schedule: প্যারিসে শনিবারও পদক ঘরে তুলতে পারেনি ভারত ৷ 25 মিটার পিস্তলে চতুর্থ'তে শেষ করে পদক হাতছাড়া করেন জোড়া ব্রোঞ্জজয়ী মনু ভাকের ৷ এখনও পর্যন্ত ভারত 3টি ব্রোঞ্জ পদক ঘরে তুলেছে ৷ রবিবার পদক আসুক বা না আসুক, একাধিক পদক নিশ্চিত করার সুযোগ রয়েছে ভারতীয়দের সামনে। জেনে নিন, অলিম্পিক্সে নবম দিনে ভারতের কোন কোন ম্যাচ রয়েছে...

Paris 2024 Olympics Day 9 Schedule
প্যারিসে নবম দিনে একনজরে ভারত (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 4, 2024, 7:17 AM IST

Updated : Aug 4, 2024, 7:24 AM IST

নয়াদিল্লি, 4 অগস্ট: অলিম্পিকে অষ্টম দিনটা একেবারেই ভালো যায়নি ভারতের ৷ মনু ভাকের পদক জয়ের হ্যাটট্রিক করতে পারেননি ৷ সেইসঙ্গে কোরিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে অলিম্পিক্সে অভিযান শেষ হয়েছে অভিজ্ঞ ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারীর ৷ তবে, রবিতে নজর রয়েছে ব্যাডমিন্টনের দিকে ৷ সেমিফাইনালে ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে লক্ষ্য যদি ফাইনালে ওঠেন, তাহলে সোনা বা রুপো নিশ্চিত। আবার হকির কোয়ার্টারেও নামছে হরমনপ্রীত সিংয়ের দল ৷ এছাড়াও আজ আর কোন কোন ইভেন্ট রয়েছে তা দেখে নিন-

ভারতীয় অ্যাথলিটরা 4 অগস্ট যে যে ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতা করছেন-

  • গলফ

পুরুষদের ব্যক্তিগত স্ট্রোকে চতুর্থ রাউন্ডে খেলবেন গগনজিৎ ভুল্লার এবং শুভঙ্কর শর্মা ৷ সময় দুপুর- 12:30

  • শুটিং

25 মিটার র‌্যাপিড ফায়ার পুরুষদের পিস্তল যোগ্যতাঅর্জন পর্ব-1-এ নামছেন বিজয়বীর সিধু এবং অনীশ ভানওয়ালা ৷ সময় দুপুর- 12:30

মহিলাদের স্কিটের যোগ্যতা অর্জনের দ্বিতীয় দিনে নামছেন, রাইজা ধিল্লন এবং মহেশ্বরী চৌহান ৷ সময় দুপুর- 01.00

  • হকি

অলিম্পিক্সে পুরুষদের হকির কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ব্রিটেন। অস্ট্রেলিয়াকে হারানোর সুবাদে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে শেষ করেছেন হরমনপ্রীত সিংরা। এই জয় আত্মবিশ্বাসী করেছে ভারতীয় দলকে।

পুরুষদের হকি কোয়ার্টার ফাইনাল ৷ সময়- দুপুর 01.30

  • অ্যাথলেটিক্স

প্যারিস অলিম্পিক গেমসে শুক্রবার 5000 মিটার দৌড়ে ভারতের হয়ে নেমেছিলেন দুই ভারতীয় অ্যাথলিট। সেদিন হিটের লড়াইয়ে ছিলেন পারুল চৌধুরি এবং অঙ্কিতা ধ্যানি। তবে নিজেদের সেরাটা দিয়েও তারা ফাইনালে দুর্ভাগ্যজনকভাবে পৌঁছাতে পারেননি। আজ পারুলের 3000 মিটার স্টেপলচেজের ইভেন্ট রয়েছে ৷ আর জেসউইন অলড্রিনেরও লং জাম্পের ইভেন্ট রয়েছে ৷

মহিলাদের 3000 মিটার স্টেপলচেজ রাউন্ড 1-এ পারুল চৌধুরি ৷ সময় দুপুর 01:35

পুরুষদের লং জাম্পের যোগ্যতা অর্জনে জেসউইন অলড্রিন নামছেন দুপুর 2:30টেয় ৷

  • বক্সিং

বক্সিংয়ে মেয়েদের 75 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নামবেন লভলিনা বর্গহাইন ৷ সময় দুপুর 03.02

  • ব্যাডমিন্টন

ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসের সেমিফাইনালে নামবেন লক্ষ্য সেন। ম্যাচ শুরু দুপুর 03.30-এর পর ৷

  • সেইলিং-

সেইলিংয়ে ছেলেদের ডিঙ্গি রেস 7 ও 8-এ নামবেন বিষ্ণু সর্বানন। সময়- দুপুর 03.35

মেয়েদের ডিঙ্গি রেস 7 ও 8-এ অংশ নেবেন। সময়- সন্ধে 06.05

  • শুটিং

25 মিটার র‌্যাপিড ফায়ার পুরুষদের পিস্তল যোগ্যতাঅর্জন পর্ব-2-এ নামছেন বিজয়বীর সিধু এবং অনীশ ভানওয়ালা ৷ সময় বিকেল 04.30

মহিলাদের স্কিটের যোগ্যতা অর্জনের দ্বিতীয় দিনে নামছেন রাইজা ধিল্লন এবং মহেশ্বরী চৌহান ৷ ফাইনালে কোয়ালিফাই করতে পারলে ফের আজই লক্ষ্যভেদ করতে হবে ধিল্লন-চৌহানকে ৷ সন্ধে 7টা থেকে শুরু হবে ফাইনাল ৷

Last Updated : Aug 4, 2024, 7:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details