কলকাতা, 14 এপ্রিল:চলতি আইপিএলে তিন ম্যাচে জয়ের পর চেন্নাইয়ের কাছে হারের মুখ দেখেছে কলকাতা নাইট শিবির ৷ রবিবার ঘরের মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নাইট শিবিরের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ 20 ওভার পর 7 উইকেটের বিনিময়ে লখনউ সুপার জায়ান্টস 161 রান তোলে ৷
অজি বোলার মিচেল স্টার্ক এদিন 3টি উইকেট নিলেও প্রতিপক্ষ রাহুল ব্রিগেডকে বেশি রান তুলতে দেননি সুনীল নারিন ৷ 4 ওভার বল করে মাত্র 17 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার ৷ পালটা নিকোলাস পুরণের ব্যাটে রান আসে 45 ৷ 161 রান তুলতে তাঁকে সঙ্গ দিয়েছেন সবুজ-মেরুন জার্সিধারী অধিনায়ক কে এল রাহুল ৷ তাঁর ব্যাট থেকে এসেছে 39 রান ৷
শ্রেয়সের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে কুইন্টন ডি'কক'কে সঙ্গে করে নামেন লখনউ অধিনায়ক কে এল রাহুল ৷ 10 রানে কুইন্টন প্যাভিলিয়নমুখী হতেই অধিনায়ককে সঙ্গে দেন দীপক হুডা ৷ 8 রানে ফেরেন দীপক ৷ চারে নামেন আয়ূষ বাদনি ৷ মাত্র 29 রানেই নাইট শিবিরের বোলাররা তাঁকে সাজঘরে ফিরিয়ে দেন ৷ স্টোসনিসও ফেরেন 10 এ ৷ পরবর্তীতে নিকোলাস পুরণ কেকেআরকে এক কঠিন লক্ষ্যমাত্রার রানে বাঁধতে 45 রান করেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ৷ তাঁর রানই সর্বোচ্চ লখনউয়ের ৷
এদিকে, বোলারদের মধ্যে দাপট দেখান মিচেল স্টার্ক ৷ 4 ওভার বল করে 28 রান দিয়ে তিনি 3টি উইকেট নেন ৷ দীপক হুডা, নিকোলাস পুরণ ও আর্শাদ খানের গুরুত্বপূর্ণ উইকেট নেন ৷ একটি করে উইকেট নেন বৈভব অরোরা, সুনাল নারিন, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল ৷ মাত্র 16 রান দিয়ে প্রতিপক্ষ অধিনায়ক রাহুলকে ক্রিজ থেকে ফেরান ৷ ইতিমধ্য়েই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ অন্যদিকে, পাঁচ ম্যাচে তিন জয় ও দুই পরাজয় নিয়ে লখনউ রয়েছে চতুর্থ স্থানে।
আরও পড়ুন:
- 'বাদশাহী জৌলুস' ভরা ইডেন, গালভরা হাসি-হাততালি দিয়ে ম্যাচ উপভোগ শাহরুখের
- স্টার্কের পাশে গম্ভীর, প্রতি-আক্রমণে লখনউ জয়ের বার্তা কেকেআর মেন্টরের
- টস জিতলেন শ্রেয়স, ক্রিকেটের নন্দনকাননে ব্যাট করছে লখনউ