জলপাইগুড়ি, 7 এপ্রিল: 'কথা দিচ্ছি আগামী 4 জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷' ধূপগুড়ির জনসভা থেকে রাজ্য়ের রেশন দুর্নীতি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এমনই হুঁশিয়ারি দিলেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই দুই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজ্য়ের শাসক শিবিরের বহু নেতা-মন্ত্রী বর্তমানে জেলে রয়েছেন ৷ এখনও তদন্ত করছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই ৷
লোকসভা নির্বাচনের আবহে সেই বিষয়টিকে নিয়ে ফের একবার রাজ্য়ের শাসক শিবিরকে আক্রমণ করেন মোদি ৷ সভায় উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্য়ে তাঁর প্রশ্ন, "দেশ থেকে দুর্নীতি ঘোচাতে হবে তো ? রেশন ও শিক্ষক নিয়োগে অভিযুক্ত দুর্নীতিবাজদের সাজা পাওয়া উচিত তো ? তৃণমূলের দুর্নীতি ঘোচাতে হবে তো ?" এরপরই তাঁর হুঁশিয়ারি, "কাউকে ছাড়া হবে না ৷"
তবে এদিন এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, শিক্ষক নিয়োগে গরীব মানুষের পয়সা গিয়েছে ৷ সেই 3 হাজার কোটি টাকা এখন ইডি-র হেফাজতে রয়েছে ৷ 'সেই টাকা আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব ৷' এরপরই তাঁর সংযোজন, "তৃণমূল-বাম-কংগ্রেস এক এপরের দুর্নীতি বাড়াতে ইন্ডি জোট করেছে । আমি দুর্নীতিবাজদের সরানোর কথা বলি। ইন্ডিয়া জোটের নেতারা তাদের বাঁচাও বলে ।"