সিউড়ি, 30 এপ্রিল: ভোটের প্রচারে ফের সাম্প্রদায়িক বিভাজনের স্পষ্ট ইঙ্গিত বিজেপি নেতৃত্বের গলায় ৷ সংখ্যালঘু ভোট নিয়ে রাজ্যেরর শাসক-বিরোধী দুই শিবিরই কার্যত উঠে পড়ে লেগেছে ৷ "পিছিয়ে পড়া জাতির সঙ্গে মুসলিমদের সংরক্ষণ বিজেপি মানে না ৷ বাংলা কি মানবে ?" বীরভূমের মঞ্চ থেকে এমন প্রশ্নই ছুঁড়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার তিনি আরও বলেন, "সোনার বাংলাকে দুর্নীতির বাংলা করে শোষণ করছে কংগ্রেস-সিপিআইএম-তৃণমূল।" তাঁকে এই রাজ্যে শঙ্খনাদ করতে পাঠানো হয়েছে বলেও অনুব্রত-গড়ে দাবি করেছেন যোগী।
গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল। তাঁর গড় বীরভূমের সিউড়িতে লোকসভা নির্বাচনের প্রচারে এলেন যোগী আদিত্যনাথ। এদিন মরশুমের সর্বাধিক প্রায় 45 ডিগ্রি তাপমাত্রাতেও সভা করে বিজেপি ৷ সভায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য ও মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী দেবাশিস ধর-সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে বার বার উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনাও টানতে দেখা গেল যোগী আদিত্যনাথকে ৷
তিনি বলেন, "সোনার বাংলাকে দুর্নীতির বাংলা করে শোষণ করছে কংগ্রেস, সিপিআইএম ও তৃণমূল। মা দুর্গার শক্তির মাটিতে হিংসাকারীদের প্রশ্রয় দেওয়া হয় ৷" একই সঙ্গে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, "কংগ্রেস ও কমিউনিস্টরা পিছিয়ে পরা মানুষের সঙ্গে মুসলমানদের সংরক্ষণ দিতে চায়। বিজেপি বার বার তার বিরোধীতা করেছে। এই বাংলা বিরোধিতা করবে তো ? বাংলা মানবে পিছিয়ে পরা মানুষদের সঙ্গে মুসলিমদের সংরক্ষণ দেওয়া হোক ?" এছাড়াও, যোগী আদিত্যনাথ বলেন, "সুরক্ষিত বাংলা চাইলে বিজেপির বিকল্প নেই । উত্তরপ্রদেশে 27 লক্ষ বাড়ি দিয়েছি, বাংলায় দেওয়া হয়নি ৷"