কলকাতা, 27 ফেব্রুয়ারি: সন্দেশখালি ইস্যুতে ফের নবান্নের কাছে রাজভবনের জবাব তলব । সূত্রের খবর, শেখ শাহজাহানের গ্রেফতারিতে বিলম্ব কেন হচ্ছে, রাজ্যের কাছে তা জানতে চেয়ে 72 ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে রাজভবন । গতকাল রাতে রাজ্যপালের নির্দেশে নবান্নে চিঠি পাঠানো হয়েছে । রাজ্য সরকার যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে সংবিধানিক ক্ষমতা মেনে রাজ্যপাল পদক্ষেপ করতে পারেন, সে ইঙ্গিতও দেওয়া হয়েছে চিঠিতে ।
এ দিকে, গতকালই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম স্পষ্ট জানিয়েছেন, সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত ফেরার শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনও বাধা নেই । রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে । এরপরেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন যে, 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবেন । এ সবের মাঝে রাজভবন সূত্রের দাবি, রাজ্যপাল চাইছেন দ্রুতই গ্রেফতার করা হোক শেখ শাহজাহানকে । কেন এখনও তাঁকে গ্রেফতার করা হল না, সে বিষয়ে স্পষ্ট কারণ জানতে চাওয়া হয়েছে ।
দু'দিন আগেই তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, আদালতের স্থগিতাদেশের কারণে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না রাজ্য পুলিশ । একইসঙ্গে অভিষেক দাবি করেছিলেন, সারদা কাণ্ডে অভিযুক্ত সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল । ফলে, শেখ শাহজাহানকে গ্রেফতারের ক্ষমতা রাখে রাজ্যের পুলিশ । শুধুমাত্র আইনি জটিলতার কারণে তা হয়ে উঠছে না । যদিও অভিষেকের এই দাবির পর গতকালই কলকাতা হাইকোর্টের প্ৰধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন যে, শাহজাহানের গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি ।