পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'পচা পুকুরে ডুব', দলত্যাগী কৌস্তভকে নিশানা প্রদেশ কংগ্রেসের - Rahul Gandhi

West Bengal PCC Criticises Koustav Bagchi: কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগের তালিকা তুলে ধরে ইস্তফা দিয়েছেন কৌস্তভ বাগচী ৷ তবে, তাঁর এই ইস্তফার আড়ালে কংগ্রেসের সমালোচনা, নাকি বিজেপিতে যোগ দেওয়ার পথ প্রশস্ত করা ! কৌস্তভের সমালোচনায় এমনই সম্ভাবনা উস্কে দিলেন সৌম্য আইচ রায় ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 5:52 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: পুকুর, নদীর গল্প শুনিয়ে, বিজেপির পুকুরে ডুব দেবেন ৷ এভাবেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কটাক্ষ তাদের সদ্য প্রাক্তন নেতা কৌস্তভ বাগচীকে ৷ বুধবার সকালে হাইকমান্ডের বিরুদ্ধে তিন পাতার কড়া চিঠিতে কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন কৌস্তভ বাগচী ৷ সেখানে প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে বৈমাত্রেয়সুলভ আচরণের একাধিক অভিযোগ করেছেন সদ্য প্রাক্তন এই কংগ্রেস নেতা ৷ যদিও, প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র অবশ্য কৌস্তভের পাশে দাঁড়িয়েছেন ৷

কৌস্তভের ইস্তফা নিয়ে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, "মাননীয় কৌস্তভবাবু বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন শুনলাম ৷ এতে প্রতিক্রিয়া দেওয়ার কিছু নেই ৷ উনি দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন আন্দোলনগুলিতে অনুপস্থিত থাকছিলেন ৷ কোথাও অসুবিধা হচ্ছিল বোধহয় ৷ আসলে উনি ভেবেছিলেন বিজেপির সরষে দিয়ে তৃণমূলের ভূত তাড়াবেন ৷ ওনার জানা নেই যে, বিজেপি আর তৃণমূল আসলে এক ৷"

এরপরেই কৌস্তভের বিজেপির পুকুরে ডুব দেওয়ার কথা বলেন সৌম্য আইচ রায় ৷ তিনি বলেন, "অনেকদিন ধরেই কৌস্তভ বাগচী পুকুর আর নদীর গল্প শোনাচ্ছিলেন ৷ আর কংগ্রেস হাইকমান্ডকে আক্রমণ করছিলেন ৷ এই পুকুর আর নদীর গল্প শোনাতে শোনাতে কখন বিজেপির পুকুরে ডুব মারবেন, তা শুধু সময়ের অপেক্ষা ৷ যেদিন পশ্চিমবঙ্গের বিরোধ দলনেতা রাহুল গান্ধিকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন, সেদিন কৌস্তভবাবুর হিরন্ময় নীরবতা দেখা গেছে ৷ বিজেপির বিরুদ্ধে তাঁর এই হিরন্ময় নীরবতা যে, কংগ্রেস করার পক্ষে অন্তরায়; তা উনি তাড়াতাড়ি বুঝে গেছেন বলেই দল ছেড়েছেন ৷"

তবে, কৌস্তভের পাশে দাঁড়িয়েছেন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ছেলে রোহন মিত্র ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "কৌস্তভ বাগচী একটা পিসি বৈঠকে তাঁর নিজের পক্ষে কথা বলেছিলেন ৷ তারপরে অধীর চৌধুরী তাঁকে এককোণে ছুঁড়ে ফেলেছিলেন ৷ মুখপাত্র থেকে অপসারণ, এআইসিসি সদস্য করা হয়নি, কোনও কমিটিতেই রাখা হয়নি ৷ একমাত্র ভুল, তাঁর জনপ্রিয়তা অধীর সেনার বাকিদের চেয়ে বেশি ৷" যদিও এদিন কৌস্তভের পদত্যাগ পত্রে অধীরকে নিয়ে কোনও ক্ষোভ বা রাগের কথা বিশেষ ছিল না ৷ যতটা ছিল, হাইকম্যান্ডের বিরুদ্ধে ৷ বিশেষত, নাম না-করে রাহুল গান্ধির ইমেজ-বিল্ডিংয়ে শীর্ষ নেতত্ব বেশি ব্যস্ত বলে অভিযোগ করেছেন কৌস্তভ ৷

আরও পড়ুন:

  1. শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে কংগ্রেস ছাড়লেন কৌস্তভ
  2. পরজীবী মানসিকতা না-ছাড়লে ভারত একদিন কংগ্রেস মুক্ত হবে, দলকে তীব্র কটাক্ষ কৌস্তভের
  3. মহুয়ার পাশে অধীর, তীব্র কটাক্ষ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর

ABOUT THE AUTHOR

...view details