পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ডেরেককে ‘বিদেশি’ বলা নিয়ে অধীনরঞ্জনকে ‘ক্ষমা’ করতে নারাজ তৃণমূল ! - তৃণমূল

Trinamool Congress: তৃণমূলের ডেরেক ও’ব্রায়েনকে ‘বিদেশি’ বলে কটাক্ষ করেছিলেন অধীররঞ্জন চৌধুরী ৷ পরে তিনি এই ক্ষমা চান ৷ কিন্তু তার পরও তাঁকে ‘ক্ষমা’ করতে নারাজ তৃণমূল ৷

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 5:35 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে ‘বিদেশি’ বলে বিপাকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ এই নিয়ে তিনি ক্ষমা চেয়েছেন ৷ কিন্তু তার পরও বিষয়টি হালকাভাবে নিতে নারাজ তৃণমূল ৷ ফলে এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইছে না বাংলার শাসক দল ।

তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, ডেরেক ও'ব্রায়েনকে বিদেশি বলার বিষয়টিকে একেবারেই সহজ করে দেখতে চাইছে না দল । কারণ তিনি (ডেরেক ও'ব্রায়েন) শুধু রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা তাই নন, জাতীয় ক্ষেত্রেও তাঁর যথেষ্ট গুরুত্ব ৷ তাঁকে বিদেশি আখ্যা দিচ্ছেন যিনি, তিনি শুধু কংগ্রেসের প্রদেশ সভাপতি নন, লোকসভায় কংগ্রেসের দলনেতাও । সেই জায়গা থেকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা কোনোভাবেই যথেষ্ট নয় মনে করছেন তৃণমূলের ওই নেতা ।

প্রসঙ্গত, ডেরেক ও'ব্রায়েনের কথার প্রেক্ষিতে অধীররঞ্জন চৌধুরী বলেছিলেন, "উনি ফরেনার (বিদেশি)। ফরেনার অনেক বেশি জানেন । তাঁকেই প্রশ্ন করে নিন ।" তবে এই মন্তব্যের কিছুক্ষণ পরেই ক্ষমা চান তিনি । সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘অসাবধনতাবশত বিদেশি বলে ফেলেছি । মিস্টার ডেরেক ও'ব্রায়েনের কাছে ক্ষমা চাইছি ।’’ কিন্তু এই ইস্যুতে কার্যত ক্ষমা করতে নারাজ তৃণমূল ।

শুক্রবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বিজেপির দালালের মতো কথা বলছেন । পুলিশের পরীক্ষা আছে, প্রশাসন তাই অনুমতি দেয়নি । আর তিনি যখন বিজেপির ভাষায় আক্রমণ করেন, তখন তাঁর মনে পড়ে না তাঁরা ইন্ডিয়ার শরিক । অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা । আসলে অধীর চৌধুরী সর্ষের মধ্যে ভূত । বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন ।”

আরও পড়ুন:

  1. রাজ্যে 'ইন্ডিয়া' জোট ভাঙার মূলে অধীর ? জারি রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণ
  2. শিলিগুড়িতে রাহুলের সভার অনুমতি দিচ্ছে না মমতার সরকার, অসহযোগিতার অভিযোগ অধীরের
  3. লড়ে জিতেছি তাই কাউকে পরোয়া করি না, মমতার ‘নো ফ্যাক্টর’ মন্তব্যের পালটা জবাব অধীরের

ABOUT THE AUTHOR

...view details