কলকাতা, 27 জানুয়ারি: রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে ‘বিদেশি’ বলে বিপাকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ এই নিয়ে তিনি ক্ষমা চেয়েছেন ৷ কিন্তু তার পরও বিষয়টি হালকাভাবে নিতে নারাজ তৃণমূল ৷ ফলে এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইছে না বাংলার শাসক দল ।
তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, ডেরেক ও'ব্রায়েনকে বিদেশি বলার বিষয়টিকে একেবারেই সহজ করে দেখতে চাইছে না দল । কারণ তিনি (ডেরেক ও'ব্রায়েন) শুধু রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা তাই নন, জাতীয় ক্ষেত্রেও তাঁর যথেষ্ট গুরুত্ব ৷ তাঁকে বিদেশি আখ্যা দিচ্ছেন যিনি, তিনি শুধু কংগ্রেসের প্রদেশ সভাপতি নন, লোকসভায় কংগ্রেসের দলনেতাও । সেই জায়গা থেকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা কোনোভাবেই যথেষ্ট নয় মনে করছেন তৃণমূলের ওই নেতা ।
প্রসঙ্গত, ডেরেক ও'ব্রায়েনের কথার প্রেক্ষিতে অধীররঞ্জন চৌধুরী বলেছিলেন, "উনি ফরেনার (বিদেশি)। ফরেনার অনেক বেশি জানেন । তাঁকেই প্রশ্ন করে নিন ।" তবে এই মন্তব্যের কিছুক্ষণ পরেই ক্ষমা চান তিনি । সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘অসাবধনতাবশত বিদেশি বলে ফেলেছি । মিস্টার ডেরেক ও'ব্রায়েনের কাছে ক্ষমা চাইছি ।’’ কিন্তু এই ইস্যুতে কার্যত ক্ষমা করতে নারাজ তৃণমূল ।
শুক্রবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বিজেপির দালালের মতো কথা বলছেন । পুলিশের পরীক্ষা আছে, প্রশাসন তাই অনুমতি দেয়নি । আর তিনি যখন বিজেপির ভাষায় আক্রমণ করেন, তখন তাঁর মনে পড়ে না তাঁরা ইন্ডিয়ার শরিক । অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা । আসলে অধীর চৌধুরী সর্ষের মধ্যে ভূত । বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন ।”
আরও পড়ুন:
- রাজ্যে 'ইন্ডিয়া' জোট ভাঙার মূলে অধীর ? জারি রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণ
- শিলিগুড়িতে রাহুলের সভার অনুমতি দিচ্ছে না মমতার সরকার, অসহযোগিতার অভিযোগ অধীরের
- লড়ে জিতেছি তাই কাউকে পরোয়া করি না, মমতার ‘নো ফ্যাক্টর’ মন্তব্যের পালটা জবাব অধীরের