পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

শক্তিপুরে উস্কানিমূলক ভাষণের অভিযোগ তৃণমূলের হুমায়ুনের বিরুদ্ধে, কমিশনে যাচ্ছে বিজেপি - Humayun Kabir

Humayun Kabir: বুধবার রাতে মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার কামনগরে নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবীর ৷ সেই সভা থেকে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি ৷

Humayun Kabir
Humayun Kabir

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 2:08 PM IST

শক্তিপুর, 2 মে: নির্বাচনী জনসভা থেকে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবীরের বিরুদ্ধে ৷ বুধবার রাতে শক্তিপুরে এক নির্বাচনী জনসভা থেকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর এই বক্তব্য পেশ করেন বলে অভিযোগ ৷ এর জেরে ফের শক্তিপুরে উত্তাপ ছড়াতে শুরু করেছে । হুমায়ুন কবীরের বক্তব্যের ভিডিয়ো ক্লিপ-সহ নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে বিজেপি ।

গত 7 এপ্রিল ও 13 এপ্রিল দু’টি ঘটনায় শক্তিপুরের কামনগর হিংসার আগুন জ্বলেছিল । শিশু, মহিলা-সহ 20 জন জখম হয় । মোটরবাইকে আগুন, দোকানে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ ঘটনায় দুই পুলিশ কর্মীও জখম হয়েছিলেন । এলাকায় কেন্দ্র বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও প্রশাসন ৷ ঘটনার প্রেক্ষিতে সরিয়ে দেওয়া হয় শক্তিপুর থানার ওসি-কে ৷

এর পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয় শক্তিপুরে ৷ এরই মাঝে বুধবার রাতে শক্তিপুরের কামনগরে নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রস ৷ সেই সভায় উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ৷ ভাষণ দিতে গিয়ে তিনি রীতিমতো উস্কানি দেন ৷ তাঁর আক্রমণ ছিল মূলত বিজেপির বিরুদ্ধে ৷ কিন্তু শক্তিপুরের বাসিন্দাদের একাংশের আশঙ্কা, এই বক্তব্যে নতুন করে হিংসা ছড়াতে পারে ৷

তাই এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ বিজেপির দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি শাখারভ সরকার বলেন, ‘‘আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছি । বিজেপি সমর্থকদের প্ররোচনায় পা দিতে নিষেধ করা হয়েছে ।’’

আরও পড়ুন:

  1. 'বাইরে থেকে খেলোয়াড় এনে অধীরকে পরাস্ত করা যাবে না', ফের বিদ্রোহী তৃণমূলের হুমায়ুন
  2. হুমায়ুনের ইউ-টার্ন, 'পাঠানকেই পাঠাব লোকসভায়'
  3. টাকা দিলেই টিকিট! নির্বাচনে দলের অন্দরে দুর্নীতি নিয়ে মমতাকে হুঁশিয়ারি হুমায়ুন কবীরের

ABOUT THE AUTHOR

...view details